ধর্ষণের দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
শনিবার (৮ মার্চ) দিবাগত রাত পৌনে দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হল এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়, যা বিভিন্ন সড়ক ঘুরে ছাত্রী হলের সামনে দিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পৌঁছায়। এতে অংশগ্রহণ করেন প্রায় ১০ থেকে ১২টি হলের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবরোধ করেন, এবং তাদের বিক্ষোভ চলতে থাকে প্রায় আধা ঘণ্টা। পরবর্তীতে রাত তিনটার দিকে তারা অবরোধ তুলে নেন।
এ সময় শিক্ষার্থীরা ‘ধর্ষকদের গদিতে, আগুন জ্বালো একসাথে’; ‘জাস্টিস, জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’; ‘হলে হলে খবর দে, ধর্ষকদের কবর দে’; ‘চব্বিশের বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’—ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভে অংশ নেওয়া ইংরেজী বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ আলী চিশতী বলেন, “কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটছে। অথচ সরকার নিরব ভূমিকা পালন করছে। ৪৮ ঘণ্টার মধ্যে এসব ধর্ষককে গ্রেপ্তার করে কার্যকর ব্যবস্থা না নিলে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কঠোর কর্মসূচি এবং ঢাকা-আরিচা মহাসড়ক ব্লক করে দেব।”
নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, “সারাদেশে ধর্ষণ বেড়েই চলেছে। গত পরশু মাগুরাতে আট বছরের শিশু পর্যন্ত ধর্ষকের হাত থেকে রক্ষা পায়নি। শনিবার গাজীপুরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে সে দৃশ্য নিজের স্মার্টফোনে ধারণ করেন এক তরুণ। এসব ঘটনার দৃশ্যমান বিচার না হওয়ার কারণে ক্রমান্বয়ে ধর্ষণের মত অপরাধ বেড়ে চলেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি এই অবনতির দায় অন্তবর্তীকালীন সরকারকে নিতে হবে। অবিলম্বে ধর্ষকদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে। তা না হলে আপামর ছাত্র-জনতা আমাদের মা-বোনদের নিরাপত্তার জন্য ফের আন্দোলন গড়ে তুলবে।”