ঢাকার সাভারের আশুলিয়ায় ডাকাতদের চাপাতির কোপে এক স্বর্ণ ব্যবসায়ী হত্যা করা হয়েছে। জানা গেছে, দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে স্ত্রীর সামনেই ওই স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে সঙ্গে থাকা আনুমানিক ২০ ভরি স্বর্ণালংকার লুটে নিয়েছে ডাকাত। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
রোববার (৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার নয়ারহাট বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
এরপর গুরুতর আহত অবস্থায় সময়ে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১১টার দিকে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়। নিহত ব্যবসায়ীর নাম দিলীপ দাস (৪৭)। তিনি আশুলিয়ার নয়ারহাট বাজার এলাকার দিলীপ স্বর্ণালয়ের মালিক ছিলেন।
নিহতের মামাতো ভাই খোকন সরকার জানান, “প্রতিদিনের মতো আজও রাত সাড়ে ৮টার দিকে উনি (দিলীপ দাস) দোকান বন্ধ করে বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় তার স্ত্রী-ও তার সঙ্গে ছিলো। দোকানের শাটার বন্ধ করার সময় ৩ দুর্বৃত্ত তার ঘাড়ে থাকা স্বর্ণের ব্যাগ টান দেয়।
এসময় ব্যাগ নিতে না পেরে চাপাতি দিয়ে দিলীপকে এলোপাথাড়ি কুপিয়ে তার কাছ থেকে স্বর্ণের ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে দুর্বৃত্তরা।”
নিহতের স্ত্রী স্বরস্বতি দাস বলেন, “বাসায় যাওয়ার জন্য দোকান বন্ধ করছিলেন তিনি। আমি সঙ্গেই ছিলাম। এসময় পিছন থেকে একজন তার স্বর্ণের ব্যাগ টান দেয়। তারা ৩ জন ছিলো, প্রত্যেকেই অল্প বয়সী। প্রথম চেষ্টায় ব্যাগ নিতে না পেরে তারা দিলীপকে এলোপাথাড়ি চাপাতি দিয়ে কুপিয়ে তার সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়। পরে আমরা চিৎকার চেচামেচি শুরু করলে দুর্বৃত্তরা দুইটা ককটেল ফাটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় । ব্যাগে ২০ থেকে ২৫ ভরির মতো স্বর্ণ ছিলো। নগদ টাকাও ছিলো।” যদিও তাৎক্ষণিকভাবে ব্যাগে থাকা নগদ টাকার পরিমাণ জানাতে পারেননি তিনি।
এদিকে এই ঘটনার পর এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার মেরাজুর রেহান পাভেল বলেন, “রাত সাড়ে ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে আমাদের হাসপাতালে আনা হয়। তার বুকে, মুখে, পিঠে গভীর ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিলো। আমরা চিকিৎসা শুরু করেছিলাম, পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।”
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার সাব্বির জানান, “সাড়ে ১০ টার দিকে দিলীপকে গুরুতর আহত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়, চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১১টার দিকে তিনি মারা যান।”
এসএম/টিএ