ধারণক্ষমতার অধিক বন্দি কারাগারে

ধারণক্ষমতা ৪২ হাজার ৮৭৭ বন্দির, কিন্তু এর দ্বিগুনের কাছাকাছি বন্দি রয়েছে কারাগারে। সোমবার (১০ মার্চ) ৭০ হাজার ৬৫ জন সারাদেশের কারাগারে বন্দি বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন।

তিনি বলেন, এই মুহূর্তে প্রথম শ্রেণির বন্দি আছেন ১৫১ জন, যারা ডিভিশনপ্রাপ্ত। এদের মধ্যে সাবেক মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী আছেন ৩০ জন, সাবেক সংসদ সদস্য আছেন ৩৮ জন, সরকারি কর্মকর্তা ও কর্মচারী আছেন ৭০ জন এবং অন্যান্য আছেন ১৩ জন। এর বাইরে একটু বিশেষ বন্দি সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বা সংসদ সদস্য সরকারি কর্মকর্তা এমন ২৪ জন আছেন, যারা ডিভিশন পাননি বিভিন্ন কারণে। 

সোমবার (১০ মার্চ) দুপুরে ঢাকার বকশীবাজারে কারা সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক সৈয়দ মোতাহের হোসেন বলেন, ৫ আগস্টের পর জেল ভেঙে পালিয়ে যাওয়াদের মধ্যে এখনও ৭০০ জন পলাতক আছে। আইন-শৃঙ্খলা বাহিনী এখনো তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। এছাড়া, মৃত্যুদণ্ডপ্রাপ্ত, যাবজ্জীবনপ্রাপ্ত ও জঙ্গি ৭০ জন পলাতকের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ৬৯ জন এখনও পলাতক আছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কথা উঠেছে বেশকিছু বিশেষ বন্দি তারা বাসার খাবার খাচ্ছেন, রাজার হালে আছেন। আমি নিশ্চিত করে বলতে পারি কারাগারে ন্যায়সঙ্গত আচরণের প্র্যাকটিস আমরা করছি। শুধু যে বিশেষ বন্দি তা না, যেকোনো বন্দির ক্ষেত্রে আমরা ছাড় দিচ্ছি না।

চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে কারা মহাপরিদর্শক বলেন, বাসার খাবার কেউ খেতে পারছেন না, এটা নিশ্চিত করে বলতে পারি। কেউ যদি বলেন বিশেষ বন্দিরা কারাগারে মোবাইলে কথা বলতে পারছেন। আমি দৃঢ়ভাবে বলতে পারি, কয়েকটা কারাগার যেগুলো আমি বিশেষ ব্যবস্থাপনায় রেখেছি, ওখানে তারা কোনোভাবেই মোবাইল ব্যবহার করতে পারবে না।

কারা মহাপরিদর্শক বলেন, অন্য জায়গায় করছেন কি না, কারণ তারা সবসময় আমাদের কাছে থাকে না। অনেক সময় তারা রিমান্ডে যান, অনেক সময় আদালতে যান। আমি শতভাগ কারাগারের ভেতরে নিশ্চয়তা দিতে পারি।
তবে কারাগারকে মাদক এবং মোবাইলমুক্ত করার জন্য গত ৩ মাসে শুধু কেরানীগঞ্জ কারাগারে ২৭৫টি ঝটিকা তল্লাশি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নগদ অর্থসহ উল্লেখযোগ্য সংখ্যক ছোট বাটন ফোন এবং মাদক উদ্ধারের কথা সংবাদ সম্মেলনে স্বীকার করেন তিনি।

কারাগারে বাটন মোবাইল ফোন ব্যবহার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, যেসব মোবাইল অবৈধ সেসব যেন বাজারে বিক্রি না হয় বা অভিযান চালিয়ে জব্দ করা হয়, সেজন্য আমরা আইন-শৃঙ্খলা বাহিনীকে বলেছি। আর কারাগারে আনা মোবাইলগুলো খুবই ছোট। যা পায়ুপথে আনা হয়। কখনো বডি স্ক্যানারে ধরা পড়ে না। অনেক কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয় আমাদের।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু গ্রেপ্তারের পর এখন কারাগারে আছেন। সম্প্রতি তার লেখা চিরকুট সোশ্যাল মিডিয়ায় এসেছে। তিনি এজন্য মোবাইল ব্যবহার করেছেন। ফ্লেক্সিলোড ও বিকাশ করেছেন কারারক্ষীর মোবাইলে। এব্যাপারে জানতে চাইলে কারা মহাপরিদর্শক ব্যাখ্যা করে বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। এরপর আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি। ওনি আমাদের স্টেটমেন্ট দিয়েছেন। তিনি বলেছেন, ওনি যখন আদালতে এসেছিলেন তখন ওই চিরকুটটি লিখেছেন। প্রিজনভ্যানে যাওয়ার সময় ওটা কারো না কারো উদ্দেশ্য করে থ্রো করেছেন।

তিনি বলেন, মোবাইল যোগাযোগের ব্যাপারে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। অবৈধ মোবাইল ব্যবহারের কথা হয়তো তিনি হাইড করছেন। তবে তার মতো সব বন্দিই কিন্তু নিয়মানুযায়ী সাতদিন পরপর পরিবার ও আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে পারেন।
সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর ঘোষণা দিয়ে বিক্ষোভ করেছে। আইন-শৃঙ্খলা বাহিনী তাদের নিবৃত করতে ব্যর্থ হয়েছেন। বিক্ষোভে যাদের দেখা গেছে তাদের অনেকে জেল পলাতক আসামি।
এব্যাপারে জানতে চাইলে কারা মহাপরিদর্শক বলেন, এই মুহূর্তে জঙ্গি বা তথাকথিত জঙ্গি মাত্র ৬ জন পলাতক। বাকি পলাতকদের মধ্যে কাউকে সেখানে বিক্ষোভে দেখা গেছে কিনা তা আমরা নিশ্চিত নই।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
পরিবহন সেক্টরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : শিমুল বিশ্বাস Aug 17, 2025
img
বিএনপি সকল ধর্মের মানুষদের নিয়ে সমৃদ্ধ দেশ গড়বে: আমীর খসরু Aug 17, 2025
img
শেখ হাসিনা ভারতে বসে নতুন ষড়যন্ত্র শুরু করেছেন : ফারুক Aug 17, 2025
img
অ্যানফিল্ডে বর্ণবাদী আচরণের ঘটনায় একজন গ্রেপ্তার Aug 17, 2025
img
ডিপিএলের খারাপ পারফরম্যান্স ভুলে নতুন শুরুর স্বপ্ন জিসানের Aug 17, 2025
img
কক্সবাজারে গিয়ে হঠাৎ অসুস্থ উপদেষ্টা ফারুকী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে ঢাকায় Aug 17, 2025
img
বেসরকারি স্কুলগুলো শিক্ষাকে বাণিজ্য হিসেবে ব্যবহার করছে : আমিনুল হক Aug 16, 2025
‘যারা আজকে আমার মাথা গরম করছে, তাদের একটারেও ছাড়তেছি না’ Aug 16, 2025
শ্রীকৃষ্ণের মূল্যবোধ নিয়ে সেনাপ্রধানের বিশেষ বক্তৃতা! Aug 16, 2025
img
কেউ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না, সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট, জুলাই সনদের খসড়ায় আরো যা আছে Aug 16, 2025
img
'শুভশ্রীর সঙ্গে ৩-৪ বছর ছিলাম, রুক্মিণীর সঙ্গে ১২ বছর ধরে আছি' Aug 16, 2025
img
হাসিনার সংবিধানে নির্বাচন হলে সবাই রাষ্ট্রদ্রোহী বিবেচিত হতে পারে: ফরহাদ মজহার Aug 16, 2025
img
চিকিৎসকদের প্রতি আসিফ নজরুলের মন্তব্যে ড্যাবের প্রতিবাদ Aug 16, 2025
img
ঢাকা-চট্টগ্রাম পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন শুরু Aug 16, 2025
img
আওয়ামী লীগ নির্বাচনকে ধর্ষণ করেছে : আব্দুন নূর তুষার Aug 16, 2025
img
নিজের ইচ্ছাতে নয়, জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছি : প্রধান উপদেষ্টা Aug 16, 2025
img
ইনজুরিতে ঋতুপর্ণা, জয়হীন পারো এফসি Aug 16, 2025
img
নতুন বাংলাদেশ গড়তে হয়, তবে কোনো বিভাজন করা যাবে না : আমীর খসরু Aug 16, 2025
সুরের জাদুকরের জন্মদিনে ‘চলো বদলে যাই’ গানের গল্প Aug 16, 2025
আসন বণ্টন থেকে জোট সম্প্রসারণ, তুঙ্গে রাজনৈতিক দরকষাকষি Aug 16, 2025