আগামীতে ভাইয়ের স্লোগানে রাজনীতি হবে না: শিবির সভাপতি

আগামী দিনে শিক্ষার্থীদের এজেন্ডা নিয়ে ছাত্ররাজনীতি হাজির হবে বলে জানান ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোও মেধাভিত্তিক রাজনীতি করবে। এখানে ভালো কাজের প্রতিযোগিতা হবে। এরপর সাধারণ শিক্ষার্থীদের মতামত নেবে তারা কতটুকু ছাত্ররাজনীতি রাখতে চায়। এখানে ভাইয়ের স্লোগানের রাজনীতি হবে না। এটা আমরা না বুঝলে আবারও আমাদের একই গর্তে পা দিতে হবে।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেল ৩টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে ছাত্রশিবিরের ‘শহীদ দিবস'-এ আলোচনাসভা ও কুরআন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘গত ১৫ বছরে সমাজের মধ্যে একটা ট্রমা তৈরি হয়েছে।

কারণ, আমাদের প্রজন্মের কাউকে ভালো কিছু দেখতে দেওয়া হয়নি। ছাত্রশিবিরের মতো নিয়ামককে মানুষের কাছে উপস্থাপন করতে দেওয়া হয়নি। সমাজের এই ট্রমা দূর করে আমরা ৫ আগস্টের পরে ধাপে ধাপে কাজ করে যাচ্ছি।’

ছাত্রশিবির দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের দুই হাজার শিক্ষার্থীর মাঝে কুরআন শরিফ বিতরণ করেছেন শাখা ছাত্রশিবির।

এ সময় বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদের আয়োজনে ‘রক্তধারা’ নাটক প্রদর্শিত হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফায়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ। এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক নাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা রফিকুল ইসলাম এবং রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি শামীম হোসাইন।

অনুষ্ঠান শেষে ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সাংবাদিকদের সঙ্গে ক্যাফেটেরিয়ায় ইফতার ও মতবিনিময় করেন ছাত্রশিবিরের সভাপতি।

আরএইচ/টিএ

Share this news on:

সর্বশেষ