নওগাঁয় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

জেলার সদর উপজেলায় আজ নওগাঁ-সান্তাহার সড়কে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ২টার দিকে নওগাঁ শহরের বাইপাস এলাকার নওগাঁ-সান্তাহার সড়কের খলিশাকুড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- বগুড়া জেলার আদমদিঘী উপজেলার ছাতনগ্রাম ইউনিয়নের কোলা পালসা গ্রামের আফাজ উদ্দিন (৫৫) ও তাঁর স্ত্রী বিলকিস বানু (৫০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে আফাজ উদ্দিন তার স্ত্রী বিলকিসকে নিয়ে নওগাঁ শহর থেকে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি বগুড়ার আদমদিঘী উপজেলার কোলা পালসা গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি নওগাঁ-সান্তাহার বাইপাস সড়কের খলিসাকুড়ি মোড় এলাকায় মজুমদার অটোমেটিক রাইস মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সেটির সংঘর্ষ হয়। এসময় ট্রাকের চাকায় পিষ্ঠ ঘটনাস্থলেই আফাজ উদ্দিন ও তার স্ত্রীবিলকিস বানুর মৃত্যু হয়।

দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, নিহত স্বামী- স্ত্রীর মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসএম/এসএন

Share this news on: