বয়কটের ফাঁড়া কাটিয়ে ‘বর্ডার ২’ সিনেমার শুটিং শুরু করেছেন দিলজিৎ দোসাঞ্ঝ। তবে ‘সর্দারজি ৩’ বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না পাঞ্জাবি পপস্টারের।
পাকস্তানি শিল্পীদের সঙ্গে অভিনয় করায় বলিউডে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছেন অভিনেতা। সিনে সংগঠনগুলো গতমাসেই চোখ রাঙিয়েছে দিলজিতের বিরুদ্ধে।
এমতাবস্থায় বিতর্কের আগে সই করা সিনেমাগুলো যেন শেষমুহূর্তে বিপদে না পড়ে, সেই প্রেক্ষিতেই প্রযোজকরা বাধ্য হয়ে দিলজিৎকে বয়কট না করার আর্জি জানিয়েছেন।
তবে পরবর্তী ছবির শুটিংয়ের ঝলক দেখিয়ে গায়ক-অভিনেতা যতই পালটা জবাব দিন না কেন, বিতর্ক কিন্তু থামার নাম নেই!এবার দিলজিতের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুললেন প্রবীণ অভিনেতা অনুপম খের।
এক বলিউড সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অনুপম বলেন, “দিলজিৎ অবশ্যই তার বাকস্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকার প্রয়োগ করতে পারেন। তবে সিনেমাকে ঢাল করে সেটা করা অনুচিত, বিশেষত পাকিস্তানের প্রসঙ্গ এলে।”
পহেলগাঁও সন্ত্রাসের পর ‘সর্দারজি ৩’ একাধিক পাকিস্তানি শিল্পীর উপস্থিতি নিয়ে দর্শকদের একাংশ দিলজিৎকে বয়কটের ডাক দেন।
সেই প্রেক্ষিতে অনুপম বলেন, “কেউ যদি আমার বাবাকে চড় মারে, সে যত বড় শিল্পী হোক, আমি তাকে নিজের বাড়িতে পারফর্ম করতে ডাকব না। সিনেমার থেকে আমার বোনের সিঁথির সিঁদুর অনেক বড়। আমার পরিবারকে কেউ আঘাত করলে আমি ছাড়ব না। কেউ যদি সেটা করতে পারে, তাহলে সেটা তার ব্যক্তিগত বিষয়।”
সম্প্রতি মুক্তি পাওয়া ‘সর্দারজি ৩’ সিনেমাটি ভারতে মুক্তি না পেলেও পাকিস্তানের বক্স অফিসে বিপুল সাড়া ফেলেছে। এদিকে ছবির ঝলক প্রকাশ্যে আসার পর থেকে ফের বিতর্কে জড়িয়েছেন দিলজিৎ।
বলিউডের একাধিক সংগঠনও এর আগে দিলজিতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। তবে প্রযোজকরা শেষ মুহূর্তে চুক্তি বাতিলের আশঙ্কায় অভিনেতাকে বয়কট না করার আর্জি জানিয়েছেন।
এখন দেখার বিষয়, বিতর্কের মধ্যেও ‘বর্ডার ২’ শুটিং শেষ করে নতুন করে কতটা দর্শক টানতে পারেন দিলজিৎ দোসাঞ্ঝ।
এমআর/টিকে