লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

লক্ষ্মীপুর জেলায় আজ বুধবার (১২ মার্চ) ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নুর নাহার বেগম নামে (৬৫) এক নারী নিহত হয়েছে। মৃত নুর নাহার বেগম কমলনগর উপজেলার চরলরেন্স এলাকার সেলিম মিয়ার স্ত্রী। আজ বুধবার সকাল সাড়ে ১০টার চরলেরন্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে নুর নাহার বেগম অটোরিকশা করে লক্ষ্মীপুরের দিকে আসছিলেন। অটোরিকশাটি চরলরেন্স এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় নরু নাহার বেগম গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার যাত্রী নুর নাহার বেগম নিহত হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত ট্রাক চালককে ধরতে অভিযান চলছে।

এসএম/এসএন

Share this news on: