বলিউডে তৈরি হচ্ছে দেশীয় ‘মনস্টার ভার্স’। ‘নাগজিলা’-র পর এবার আরও বড় পরিসরে পৌরাণিক থ্রিলার নিয়ে আসছেন করণ জোহর। ধর্মা প্রোডাকশনের ব্যানারে তৈরি হতে চলেছে নতুন ফ্যান্টাসি-থ্রিলার ছবি, যেখানে মুখ্য চরিত্রে থাকবেন রাজকুমার রাও।
‘স্ত্রী ২’ এবং ‘ভুল চুক মাফ’-এর সাফল্যের পর রাজকুমার রাওকে এবার দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন ভূমিকায়। এই সিনেমা হবে তার প্রথম ‘ক্রিচার’ থ্রিলার, যেখানে থাকছে ভারতীয় লোককথার ছোঁয়া আর অত্যাধুনিক ভিএফএক্সের চমক। ছবির নাম এখনও প্রকাশিত হয়নি, তবে জানা গেছে, ২০২৫ সালের নভেম্বর থেকে শুটিং শুরু হবে এবং ২০২৬ সালে মুক্তি পাবে ছবিটি।
পরিচালনা করছেন ‘আর্যা’ এবং ‘দ্য নাইট ম্যানেজার’ খ্যাত সন্দীপ মোদি। ধর্মা প্রোডাকশন সূত্রে খবর, এটি হবে তাদের সবচেয়ে বড় বাজেটের নন-রোমান্টিক ছবি। পৌরাণিক উপাদান থাকলেও সিনেমার উপস্থাপনায় থাকবে আন্তর্জাতিক মানের ফ্লেয়ার।
এ ছবির জন্য রাজকুমার রাও নেবেন ১২ কোটি রুপি পারিশ্রমিক—যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ। করণ জোহর এখন স্পষ্টভাবেই ‘ফ্র্যাঞ্চাইজি’ গড়ার পথে হাঁটছেন। যেমন ম্যাডডক ফিল্মস ‘স্ত্রী ইউনিভার্স’ বানিয়েছে, তেমনই ধর্মা প্রোডাকশন তৈরি করছে নিজেদের ‘ক্রিচার সাগা’।
এর আগে কার্তিক আরিয়ানকে নিয়ে তৈরি হয়েছে ‘নাগজিলা’। সেটিও ২০২৬ সালে মুক্তি পাবে। একের পর এক পৌরাণিক দানবকে কেন্দ্র করে দেশীয় লোককথা আর আধুনিক ভিএফএক্স মিশিয়ে তৈরি হচ্ছে বলিউডের নিজস্ব ‘মনস্টার ভার্স’।
ধর্মা প্রোডাকশনের এই নতুন ছবির লক্ষ্য স্পষ্ট—মাল্টিপ্লেক্স আর সিঙ্গল-স্ক্রিন, দুই ধরনের দর্শককেই একসঙ্গে টানবে এমন গল্প বলা। ভালোবাসার নায়ক হিসেবে পরিচিত রাজকুমার রাও এবার যুদ্ধ করবেন পৌরাণিক দানবের বিরুদ্ধে। ধর্মা প্রোডাকশনের বিশাল বাজেট আর রাজকুমারের অভিনয় দক্ষতা মিলে তৈরি হতে চলেছে ভারতীয় সিনেমার নতুন ফ্যান্টাসি থ্রিলারের সংজ্ঞা।
এফপি/টিএ