সাগর রুনীর ঘটনায় রুপাকে যে কারণে জিজ্ঞাসাবাদ করবে টাস্কফোর্স

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় সাংবাদিক ফারজানা রুপাকে জিজ্ঞাসাবাদ করবে টাস্কফোর্স। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সম্প্রতি এ আদেশ দেন।

পিবিআইয়ের পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, একাত্তর টেলিভিশনের সাবেক সাংবাদিক মেহেরুন রুনির সঙ্গে ফারজানা রুপার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। হত্যাকাণ্ডের ঘটনার সময় ফারজানা রুপা এটিএন বাংলার সাংবাদিক ছিলেন। সাগর–রুনি হত্যাকাণ্ড নিয়েও ফারজানা একাধিক প্রতিবেদন করেছিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করলে হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।

গত আগস্টে গণ–অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের ২১ আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন ফারজানা ও তাঁর স্বামী একাত্তর টিভির সাবেক সাংবাদিক শাকিল আহমেদ।

এর আগে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি পশ্চিম রাজাবাজারের যে বাসায় ভাড়া থাকতেন, সেই বাসার নিরাপত্তা প্রহরী এনামুল ও পলাশ রুদ্র পালকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছেন আদালত। গত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এ আদেশ দেন ঢাকার সিএমএম আদালত। সব মিলিয়ে সাগর-রুনি খুনের মামলায় এখন পর্যন্ত মোট আটজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় এই সাংবাদিক দম্পতি নৃশংসভাবে খুন হন। সাগর মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক ছিলেন। রুনি ছিলেন এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক।

সাগর-রুনি হত্যার ঘটনায় রুনির ভাই নওশের আলম বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন। প্রথমে এ মামলা তদন্ত করছিল শেরেবাংলা নগর থানার পুলিশ। চার দিন পর মামলার তদন্তভার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

তদন্তের দায়িত্ব পাওয়ার ৬২ দিনের মাথায় ২০১২ সালের ১৮ এপ্রিল হাইকোর্টে ব্যর্থতা স্বীকার করে ডিবি। এরপর আদালত র‍্যাবকে মামলাটি তদন্তের নির্দেশ দেন। তখন থেকে মামলাটির তদন্ত করছিল র‍্যাব।

গত বছরের ২৩ অক্টোবর এ মামলার তদন্তে চার সদস্যের টাস্কফোর্স গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। টাস্কফোর্সকে মামলার তদন্ত ছয় মাসের মধ্যে শেষ করে হাইকোর্টে প্রতিবেদন জমা দিতে বলা হয়। গত বছরের ৪ নভেম্বর র‍্যাবের কাছ থেকে মামলার নথিপত্র বুঝে নিয়েছে পিবিআই।

২০১৭ সালের ১৫ মার্চ র‍্যাবের পক্ষ থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে সর্বশেষ অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়া হয়। ওই প্রতিবেদনে বলা হয়, ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী সাগর–রুনির ছেলে মাহিরের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আটজনকে।

র‍্যাব আরও জানিয়েছিল, তখন ঘটনাস্থল থেকে পাওয়া ডিএনএ নমুনা পাঠানো হয় যুক্তরাষ্ট্রের ফরেনসিক ল্যাবে। ডিএনএ প্রতিবেদনে ঘটনাস্থলে অজ্ঞাত দুই পুরুষের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়। তাঁদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

এসএম/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ঢাকার পুঁজিবাজারে ২১ খাতের মধ্যে ১৮টিতে লেনদেন বৃদ্ধি Jul 04, 2025
img
ফুসফুসের কারণে বিমানে উঠতে না পেরে রাস্তায় শেষ হল জোতার জীবন Jul 04, 2025
img
সিরিজের মাঝেই শ্রীলঙ্কা থেকে লন্ডন যাচ্ছেন বাংলাদেশ কোচ Jul 04, 2025
img
স্থগিত হওয়ার পথে বাংলাদেশ-ভারত সিরিজ, বড় লোকসানের শঙ্কায় বিসিবি Jul 04, 2025
img
কাজল-টুইঙ্কেলের হাত ধরে আসছে নতুন ধারার টক-শো Jul 04, 2025
img
হিমাচলে টানা বৃষ্টি ও ভয়াবহ বন্যা-ভূমিধস, প্রাণ গেল অন্তত ৬৩ জনের Jul 04, 2025
img
১৭ বছর পর একসঙ্গে অক্ষয়-সাইফ, আসছে ‘হেয়ওয়ান’ Jul 04, 2025
img
কুমিল্লায় একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা, এখনও হয়নি মামলা Jul 04, 2025
img
কিশোরদের বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল যুবদল নেতার Jul 04, 2025
img
রজনীকান্তের ছবিতে রাফ অ্যান্ড টাফ আমির, ফার্স্ট লুকেই মুগ্ধ নেটদুনিয়া Jul 04, 2025
img
কোরিয়ান নাটক ও সিরিজপ্রেমীদের জন্য সুখবর Jul 04, 2025
img
করোনায় প্রাণ গেল যুক্তরাজ্যের জনপ্রিয় অভিনেতার Jul 04, 2025
img
ফের একই বিতর্কের জন্ম দিলেন জাদেজা, ক্ষুব্ধ স্টোকসরা Jul 04, 2025
img
আওয়ামী লীগ সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের সঙ্গে ইনসাফ করেনি: নাহিদ Jul 04, 2025
img
‘গানে গানে’ দেব-শুভশ্রীর রোম্যান্স! ‘ধূমকেতু’র প্রথম গানের টিজারেই ধামাকা Jul 04, 2025
img
‘আমার পরী, তোমায় ভুলতে পারব না’, শেফালির উদ্দেশে আবেগঘন পোস্ট স্বামী পরাগের Jul 04, 2025
img
২৭০ কোটি টাকা আত্মসাৎ, ৩ মামলায় অভিযুক্ত এস আলম, পিকে হালদারসহ ১৫ Jul 04, 2025
img
সন্তানের হাতে হাত রেখে যখন মা নেমে আসেন রাজপথে, তখন পরাজয় পিছু হটে! Jul 04, 2025
img
২০০ কোটির প্রতারণা মামলায় জ্যাকলিনের আবেদন খারিজ Jul 04, 2025
img
নিউ ইয়র্কে রূপকথার প্রস্তাব, বাগদান সারলেন অর্জুন কাপুরের বোন আনশুলা Jul 04, 2025