অস্ত্রোপচারের কারণে ৪ মাসের জন্য মাঠের বাইরে থাকবেন উড

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে পায়ের লিগামেন্টে চোট পেয়েছিলেন ইংল্যান্ড পেসার মার্ক উড। এই চোটের কারণে ডানহাতি গতিতারকাকে শেষ পর্যন্ত অস্ত্রোপচারই করতে হলো। হাঁটুর অস্ত্রোপচারের কারণে চার মাস মাঠের বাইরে থাকতে হবে উডকে।

লন্ডনে ৩৫ বছর বয়সী পেসারের অস্ত্রোপচার করানো হয়। চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যথা পাওয়ায় আফগানিস্তানের বিপক্ষে বোলিং কোটা শেষ করতে পারেননি উড। পরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠেও নামতে পারেননি তিনি। চোট নিয়ে ইংল্যান্ডের পেসার বলেছেন, ‘গত বছরের শুরু থেকে ইংল্যান্ডের হয়ে তিন সংস্করণে প্রতিনিধিত্ব করার পর এবার দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে। তবে আত্মবিশ্বাস পাচ্ছি যে, আরো শক্তিশালি হয়ে ফিরব। কারণ, হাঁটু নির্বাচন করতে সক্ষম হয়েছি।’

সার্জনসহ সকলকে ধন্যবাদ জানিয়ে মাঠে ফিরতে উন্মুখ জানিয়ে উড বলেছেন, ‘সমর্থন দেওয়ার জন্য সার্জন, ডাক্তার, স্টাফ, সতীর্থ ও কোচদের ধন্যবাদ। আর অবশ্যই আমার ভক্তদেরকেও। ফিরতে মুখিয়ে আছি এবং ২০২৫ সালে দলের হয়ে অবদান রাখতে চাই।’

এসএম

Share this news on: