মাস কয়েক আগে রাজনীতিবিদ অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল সারা আলি খানের। এর পর ‘মেট্রো ইন দিনো’ ছবিতে জুটি হবার পর আদিত্য রায় কাপুরের সঙ্গেও তার প্রেমের গুঞ্জন উঠেছিল। সিনেমাটির প্রচারে তাদের রসায়ন দেখে এমনটাই মনে হয়েছে নেটিজেনদের। এক দিকে আদিত্য, অন্য দিকে অর্জুন।কাকে শেষ পর্যন্ত মন দিয়েছেন সারা? এমন প্রশ্নই উঠছে এখন।
এরমধ্যেই ছড়িয়ে পড়ল ডেটিং অ্যাপে নাকি সঙ্গী খুঁজছেন বলিউডের এই অভিনেত্রী।
সম্পর্কের ক্ষেত্রে ঠিক কেমন মানুষ পছন্দ সারার, এমন প্রশ্নের মুখোমুখি হয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে সারা আলি খান জানান, সঙ্গীকে সবার আগে সম্পর্ককে জনসমক্ষে স্বীকৃতি দিতে হবে। কিন্তু এমন সচরাচর ঘটে না বলে মনে করেন সারা।
অভিনেত্রী বললেন, ‘পুরুষেরাই সব সময় রেস্তোরাঁর বিল দেবেন, এমনটা আমি মানি না।
শেয়ার করে নেওয়া উচিত। আমি কোথায় যাচ্ছি, কী করছি, সে সব জানতে চাইলেও আমার কোনও অসুবিধা নেই। তবে মোবাইলে যদি ‘ট্র্যাকার’ লাগিয়ে আমাকে অনুসরণ করা হয় অথবা আমাকে যদি কথায় কথায় প্রমাণ দিতে হয়, তা হলে সেটা সমস্যা।’
তাহলে এমন সঙ্গী কি ডেটিং অ্যাপ খুঁজছেন সারা, এমন প্রশ্নে অভিনেত্রী জানান, তিনি কখনোই ডেটিং অ্যাপ ব্যবহার করেননি।
সারা বলেন, ‘আমি কখনও ডেটিং অ্যাপ ব্যবহার করিনি। অনেকেই এই অ্যাপ ব্যবহার করে, তা নিয়ে আমার কোনও অসুবিধাও নেই। কিন্তু আমার মনে হয়, একটা মানুষের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরেই তাঁকে বোঝা যায়। সব কিছুই আজকাল ডিজিটাল হয়ে গেছে ঠিকই। তাই বলে সঙ্গীকেও যদি সেই ডিজিটাল মাধ্যমেই খুঁজতে হয়, সেটা আমার খুব একটা ভালো লাগবে না।’
প্রসঙ্গত, আজ শুক্রবার মুক্তি পেয়েছে ‘মেট্রো ইন দিনো’। এটি ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘লাইফ ইন আ মেট্রো’ সিনেমার সিক্যুয়েল। অনুরাগ বসু পরিচালিত এ ছবিতে আদিত্য ও সারা ছাড়া আরো অভিনয় করেছেন অনুপম খের , নীনা গুপ্ত, কঙ্কনা সেন শর্মা, পঙ্কজ ত্রিপাঠী আলী, ফজল এবং ফাতিমা সানা শেখ প্রমুখ।
এফপি/এসএন