নির্বাচনে কোনো প্রতিনিধি পাঠাবে না ইইউ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনের আগ পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করবে, তবে কোনো প্রতিনিধি পাঠাবে না বলে জানিয়েছেন ইইউ রাষ্ট্রদূত রেনজি টেরিংক।

বুধবার নির্বাচন কমিশনে বৈঠক শেষে ইইউ রাষ্ট্রদূত সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে ইউরোপীয় পার্লামেন্টের এক বিবৃতিতে বলা হয়, ইইউ পার্লামেন্ট আসন্ন নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে না এবং ভোটের ফল ঘোষণার পর কোনো মন্তব্যও করবে না। এমনকি ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষকদলও থাকছে না।‌‌

তবে নির্বাচন শান্তিপূর্ণ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হবে বলে আশা প্রকাশ করেন তারা।

Share this news on: