জামালপুরে ২ মাদ্রাসা শিক্ষার্থী বলাৎকার, শিক্ষক আটক

জামালপুরের সরিষাবাড়ীতে দুই মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে আটক করেছে যৌথবাহিনী। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার সাতপোয়া গ্রামের রওদাতুল আতফাল মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।

আটক শিক্ষক বজলুর রহমান সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার বজ্রাগ্রামের বাসিন্দা। তিনি ওই মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশের তথ্যমতে, অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে দুই শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতন করে আসছিলেন। বিষয়টি ফাঁস হলে এলাকাবাসী তাকে তিন ঘণ্টা ধরে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বজলুর রহমানকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী দুই শিশুর শারীরিক পরীক্ষার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।


এসএস

Share this news on: