‘বকশিশ’ না দেওয়ায় অবহেলা, নবজাতকের মৃত্যুর অভিযোগ

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে দায়িত্বে অবহেলার অভিযোগে এক নবজাতকের মৃত্যু হয়েছে। ঘটনাটি গতকাল শনিবার (১৫ মার্চ) সকালে ঘটেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ এক অস্থায়ী নারী কর্মচারী (আয়া)কে চাকরিচ্যুত করেছে এবং তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নিহত নবজাতকের বাবা বেলাল উদ্দিন কক্সবাজারের পেকুয়া উপজেলার বাসিন্দা। জানা গেছে, ৮ মার্চ চকরিয়ার একটি বেসরকারি ক্লিনিকে শিশুটির জন্ম হয়। জন্মের পরদিনই নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।

এ দিকে মারা যাওয়া নবজাতকের বাবা বেলাল উদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে বলেছেন, বকশিশ না দেওয়ায় ওয়ার্ডে দায়িত্বরত আয়া ও ওয়ার্ডবয় তার সন্তানকে সময়মতো অক্সিজেনের পানি সরবরাহে করেননি। তাদের অবহেলার কারণে তার সন্তান মারা যায়।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, নবজাতকের মৃত্যুর বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি।

আমি তাৎক্ষণিকভাবে ওয়ার্ডের দায়িত্বে থাকা প্রফেসর ডা. শামীমের সঙ্গে কথা বলেছি। উনি বলেছেন, নবজাতকটি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।
চকরিয়া থেকে যখন হাসপাতালে আনা হয়, তখনই অবস্থা খারাপ ছিল।

তিনি বলেন, নবজাতক মৃত্যুর অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আয়াকে বাদ দিয়েছি। তিনি আউসোর্সিং কর্মচারী হিসেবে হাসপাতালে কাজ করতো। নবজাতক বিভাগের প্রধানের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটির প্রতিবেদন পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


এসএস

Share this news on:

সর্বশেষ

img
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আওয়ামী লীগের রাজনীতি ছাড়লেন এসি মিজান Mar 17, 2025
img
৯৫ দিন ধরে সাগরে ভাসছিলেন, অবশেষে উদ্ধার Mar 17, 2025
img
ভারতে বিশ্ববিদ্যালয়ের খোলা জায়গায় নামাজ পড়ায় শিক্ষার্থী গ্রেফতার Mar 17, 2025
ঈদ যাত্রায় রাস্তায় ডা'কা'ত''দের নিয়ে যা বললেন হাইওয়ে পুলিশ কর্মকর্তা Mar 17, 2025
ডিবি হারুনের সম্পদের খোঁজে দুদক কর্মকর্তাদের নাভিশ্বাস Mar 17, 2025
হাসিমুখে আদালতে শাহজাহান খান Mar 17, 2025
যে গ্রামে ছয় কোটি টাকার সেতুতে উঠতে হয় কাঠের মই বেয়ে Mar 17, 2025
দক্ষিণ এশিয়ায় ভারতকে অর্থনৈতিক পরাশক্তি হতে দিচ্ছে না চীন! Mar 17, 2025
হাই বাজেট ‘কৃষ ৪’ নির্মাণে সাহস পাচ্ছেননা প্রযোজকরা Mar 17, 2025
img
ইতিকাফের প্রস্তুতি নেবেন যেভাবে Mar 17, 2025