সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করার কোনো সুযোগ নেই: রিপন

‘সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করার কোনো সুযোগ নেই। কারণ এখানে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে। অনির্বাচিত ও অগণতান্ত্রিক সরকার এ দেশে মাথা গোঁজার চেষ্টা করছে, সেটা আমরা হতে দেব না।’ বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।

শনিবার (১৫ মার্চ) দুপুরে ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে বিএনপির বিভাগীয় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. আসাদুজ্জামান রিপন।

তিনি বলেন, ‘কেউ কেউ বলছেন দেশে গণপরিষদ হবে। এই গণপরিষদ করার ম্যান্ডেট কে কাকে দিয়েছে। গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন নাকি একসঙ্গে করা যায়। গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচনের নামে দুটো বিতর্ক তুলে নির্বাচন প্রক্রিয়াকে কোনোভাবেই বিলম্বিত করা যাবে না। এটা খুব পরিষ্কার কথা। জাতীয় সংসদ নির্বাচন সবার আগে দিতে হবে।’

আঠারো মাসের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘আঠারো মাসের বাইরে আঠারো দিনও সময় দিতে আমরা রাজি নই। আঠারো মাসের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন শেষ করতে হবে।’

ড. আসাদুজ্জামান রিপন বলেন, ‘আমাদের দেশ একটা সংকটের মধ্যে আছে। সংকটটা হচ্ছে প্রধানত গণতন্ত্র নিয়ে। গত ১৬ বছরে কোনো নির্বাচন হয়নি। এই নির্বাচনটির জন্যই শেখ হাসিনাকে বিদায় নিতে হয়েছে। জনগণ ভোট দিতে পারেননি। বিগত বছরগুলো জনগণের ভোট ছাড়া সরকার চলেছে। এই সরকার জনগণের কোনো তোয়াক্কা করেনি। যাকে ইচ্ছা তাকে গুম করেছে, হত্যা করেছে। কোনো নিয়ম নীতির মধ্যে দেশ পরিচালিত হয়নি।’

ড. রিপন বলেন, ‘এখন দেশে জবাবদিহি সরকার প্রতিষ্ঠা করা জরুরি। সেজন্য একটি ভালো নির্বাচন করা দরকার। নানাভাবে নানা ছল-চাতুরির মধ্যে দিয়ে বলা হয় এখন নির্বাচন নয়, সংস্কারের পরে নির্বাচন। আবার কেউ বলছেন, শহীদের রক্তের দাগ শুকানোর আগ পর্যন্ত নির্বাচন করা যাবে না। সারা পৃথিবীতে গণঅভ্যুত্থানের পরপরই নির্বাচন হয়েছে। জবাবদিহি প্রতিষ্ঠার জন্যই একটি নির্বাচনের প্রয়োজন এসেছে। সুতরাং সেই নির্বাচনকে পাশ কাটানোর কোনো সুযোগ নেই। ক্ষমতাকে প্রলম্বিত করার কোনো সুযোগ নেই।’

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের কোনো কর্মকাণ্ডের জন্য যদি দলকে প্রশ্নবিদ্ধ হতে হয়, সেই দায় দায়িত্ব কিন্তু দল গ্রহণ করবে না। কোনো ব্যক্তির অপকর্মের দায় দল নেবে না। ১৬ বছর অনেক কষ্ট শিকার করেছেন আপনারা, সুতরাং এমন কোনো লোভের বশবর্তী হয়ে এমন কোনো কাজ করা যাবে না। বিএনপিকে আগামী নির্বাচনে জয়যুক্ত হতে হবে, তাই সবাই ধৈর্য ধরুন।’

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন: কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দ। সভায় বৃহত্তর ফরিদপুরের জেলাগুলোর নেতৃবৃন্দ অংশ নেন।

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আওয়ামী লীগের রাজনীতি ছাড়লেন এসি মিজান Mar 17, 2025
img
৯৫ দিন ধরে সাগরে ভাসছিলেন, অবশেষে উদ্ধার Mar 17, 2025
img
ভারতে বিশ্ববিদ্যালয়ের খোলা জায়গায় নামাজ পড়ায় শিক্ষার্থী গ্রেফতার Mar 17, 2025
ঈদ যাত্রায় রাস্তায় ডা'কা'ত''দের নিয়ে যা বললেন হাইওয়ে পুলিশ কর্মকর্তা Mar 17, 2025
ডিবি হারুনের সম্পদের খোঁজে দুদক কর্মকর্তাদের নাভিশ্বাস Mar 17, 2025
হাসিমুখে আদালতে শাহজাহান খান Mar 17, 2025
যে গ্রামে ছয় কোটি টাকার সেতুতে উঠতে হয় কাঠের মই বেয়ে Mar 17, 2025
দক্ষিণ এশিয়ায় ভারতকে অর্থনৈতিক পরাশক্তি হতে দিচ্ছে না চীন! Mar 17, 2025
হাই বাজেট ‘কৃষ ৪’ নির্মাণে সাহস পাচ্ছেননা প্রযোজকরা Mar 17, 2025
img
ইতিকাফের প্রস্তুতি নেবেন যেভাবে Mar 17, 2025