মেহেরপুরের গাংনীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার এক আসামি পুলিশের কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। নিহত ২৮ বছর বয়সী ইয়াকুব আলী কাজল গাংনীর গাড়াডোব গ্রামের গাছলাপাড়ার জালাল উদ্দীনের ছেলে।
গাংনী থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, শনিবার ভোররাতে কাজলের গ্রাম গাঁড়াডোবে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়। এ সময় একজন এসআইসহ চার পুলিশ সদস্যও আহত হয়েছেন।
তিনি আরো জানান, কাজলকে সাথে নিয়ে রাতে অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় গুলিবিদ্ধ অবস্থায় কাজলকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত পুলিশ সদস্যদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান তিনি।
কাজলের বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে ধর্ষণের পাশাপাশি এক গৃহবধূর ওপর অ্যাসিড নিক্ষেপের মামলা রয়েছে বলে জানিয়েছেন গাংনী থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম।
ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক, ২ রাউন্ড গুলি ও একটি রামদা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
টাইমস/এসআই