‘বিনোদিনী’ চরিত্র নিয়ে রুক্মিণীর সঙ্গে তুলনা, ক্ষোভ প্রকাশ শুভশ্রীর

টালিউড অভিনেত্রী শুভশ্রীর ‘লহ গৌরাঙ্গ নাম রে’ সিনেমায় বিনোদিনী চরিত্র করার খবর সামনে আসার পর থেকেই রীতিমতো উত্তাল টালিউড। অনেকেরই মত— ‘বিনোদিনী’র বায়োপিক করা অভিনেত্রী রুক্মিণীকে টেক্কা দিতেই নাকি এই পথে হেঁটেছেন সৃজিত-শুভশ্রী। তবে এবার মুখ খুললেন রাজপত্নী।

রুক্মিণীর সঙ্গে কম্পিটিশনের কথা হাওয়ায় উড়িয়ে সটান বলে বসলেন শুভশ্রী— ‘রুক্মিণী আমার থেকে অনেক জুনিয়র। মাত্র কিছু ছবিতে কাজ করেছে। ও নিশ্চয়ই খুব মন দিয়ে কাজটা করেছে। আমার দেখা হয়নি। আমার মনে হয় এই বিতর্কটা এখানেই শেষ হোক। আর রুক্মিণী নিয়ে (ভুল করে বিনোদিনী বলতে গিয়ে নাম নেন দেব-বান্ধবীর), সরি! বিনোদিনী নিয়ে লহ গৌরাঙ্গ নাম রে নয়, এটা তার থেকেও অনেক বড়।’

রুক্মিণীর প্রেমিক দেবের সঙ্গে এক সময় প্রেমের গুঞ্জন ছিল শুভশ্রীর। রাজকে বিয়ে করে সেই সম্পর্কের ইতি টানেন টালিউড নায়িকা। আর রুক্মিণীর সঙ্গে মন দেওয়া নেওয়া করছেন দেব।

দোলের দিন, 'লহ গৌরাঙ্গ নাম রে' সিনেমার কাস্ট রিভিল করেন পরিচালক সৃজিত ও প্রযোজক রানা। সেখানে শুভশ্রীকে বিনোদিনী নেওয়ার কারণ প্রসঙ্গে পরিচালক সৃজিত বলেন, ‘শুভশ্রীকে বিনোদিনী কাস্ট করা হয় ২০১৯ সালে। ওই আমার প্রথম পছন্দ ছিল। বিনোদিনীর একটি স্পেসিফিক গঠন দরকার ছিল। তারপর ও সন্তানসম্ভবা হয়ে পড়ে। প্রেগন্যান্সির পর আমাদের চেষ্টা ছিল সেই গঠনে কত তাড়াতাড়ি চলে আসা যায়। সেটা কোনো কারণে হয়ে ওঠেনি। তিনি বলেন, ভাগ্যিস হয়নি, তাহলে আমার প্রথম পছন্দকে পেতাম না। আমি আমার প্রথম পছন্দকেই পাচ্ছি জগন্নাথের ইচ্ছায়। আমার চিন্তাভাবনায় শুভশ্রীর থেকে ভালো বিনোদিনী কেউ নেই।’

এদিন বিনোদিনী বিতর্কে শুভশ্রী আরও বলেন, ‘বিনোদিনী নিয়ে এত বিতর্ক, দ্য ওজি সৃজিত মুখার্জিকেও শুনতে হচ্ছে, তিনি ইন্সপায়রড। সে হতেই পারে, যে কেউ ইন্সপিরেশন নিতে পারে। তাতে কেউ ছোট হয়ে যায়। আমার কাছে কবে অফার এসেছে তা হয়তো জানো না। তোরা দেখবে, বিনোদিনী রূপে অন্য একজনের লুক সামনে এসেছিল। এ ক্ষেত্রে তো উনি ইন্সপায়ারড নন। উনি একজন সিনিয়র মোস্ট ডিরেক্টর। ওর কাছ থেকে লোক ইন্সপিরেশন নিতেই পারে। উনি তাতে খুশিই হবেন। ২০২০-তে আমার কাছে অফার নিয়ে আসেন। তার আগে নিশ্চয়ই হয়ে গিয়েছিল রিসার্চ, স্ক্রিপ্ট ওয়ার্ক। তাই বিনোদিনী-বিনোদিনী তুলনাটা এখনই বন্ধ হয়ে যাক।’

এর আগে শুভশ্রীর নতুন বিনোদিনী হওয়া প্রসঙ্গে দেবের কাছে প্রশ্ন রাখা হলে জবাব এসেছিল— আমার কাছে একটাই বিনোদিনী, যেটি মুক্তি পেয়েছে। অন্যটা আমি জানি না।’ অভিনেতার চোখেমুখে বিরক্তির ছাপ ছিল স্পষ্ট। যদিও শুভশ্রী বা সৃজিতের নাম পর্যন্ত উচ্চারণ করেননি তিনি।
এর আগে লহ গৌরাঙ্গ নাম রে-তে বিনোদিনী হিসেবে নাম সামনে এসেছিল প্রিয়াংকা সরকারের। কেন নায়িকা বাদ পড়লেন, সেই রহস্য অজানা। এ প্রসঙ্গে প্রযোজক রানা সরকার জানিয়েছিলেন, ‘প্রিয়াংকাকে তো শুধু লুক টেস্ট করা হয়েছিল। তবে এখন পরিচালকের মনে হয়েছে শুভশ্রী আরও ভালো বিনোদিনী হতে পারবেন।’

'লহ গৌরাঙ্গ নাম রে' সিনেমায় চৈতন্যদেবের চরিত্রে ধরা দেবেন দিব্যজ্যোতি দত্ত। শুভশ্রী গঙ্গোপাধ্যায় থাকবেন নটী বিনোদিনীর চরিত্রে। ব্রাত্য বসু হবেন গিরিশ চন্দ্র ঘোষ, ইশা সাহাকে দেখা যাবে সমসাময়িক একটি চরিত্রে। যেমনটা পার্নো মিত্র ও ইন্দ্রনীলকেও দেখা যাবে। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এ সিনেমাটি বছরের শেষে অর্থাৎ শীতের ছুটিতে মুক্তি পেতে পারে।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন মার্কিন উদ্বেগের বড় জায়গা: তুলসী গ্যাবার্ড Mar 18, 2025
img
শক্তি দইয়ে ভেজাল, ইউনূসের বিরুদ্ধে করা মামলা বাতিল Mar 18, 2025
img
চাহিদা অনুযায়ী টাকা না পেয়ে ব্যাংক কর্মকর্তার নাক ফাটালেন ছাত্রদল নেতা Mar 17, 2025
img
বাংলাদেশের হয়ে কত নম্বর জার্সিতে খেলতে চান হামজা Mar 17, 2025
img
রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকা দেশে এনেছেন এক ব্যক্তি : এনবিআর চেয়ারম্যান Mar 17, 2025
img
বগুড়ায় ট্রাকের ধাক্কায় নিহত ২ Mar 17, 2025
img
কিশোরের অশালীন অঙ্গভঙ্গি, মালাইকার প্রতিবাদ Mar 17, 2025
img
বাড়িতে থাকবে বাচ্চা মানুষ করবে : সালমান খান Mar 17, 2025
img
সাতক্ষীরায় হরিণের মাংসসহ চোরাশিকারী আটক Mar 17, 2025
img
নারায়ণগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার Mar 17, 2025