বগুড়ায় ট্রাকের ধাক্কায় নিহত ২

বগুড়া জেলার শেরপুর উপজেলায় আজ ঢাকা- বগুড়া মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইব্যক্তি নিহত হয়েছেন।

আজ সোমবার (১৭ মার্চ) বেলা ১১ টায় ঢাকা- বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার রাজাপুর বিরইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামের আব্দুল হাই এর ছেলে শুভ ইসলাম (২০) ও একই এলাকার সোলাইমানের ছেলে হৃদয় হাসান (২০)।

এ ঘটনায় সাগর নামে আরও একজন আহত হয়েছেন। হতাহতরা পরস্পরের বন্ধু ও একই এলাকার বাসিন্দা। সাগর মোটর সাইকেলটি চালাচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে বিরইল থেকে মির্জাপুরে ইউসুফউদ্দিন উচ্চবিদ্যালয়ে নতুন ভোটার হিসেবে ছবি তুলতে যান। ছবি তুলে বেলা ১১ টার দিকে তারা বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঢাকা- বগুড়া মহাসড়কের রাজাপুর বিরইল এলাকায় দ্রুতগতির একটি অজ্ঞাতনামা ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা শুভ ইসলাম ও হৃদয় হাসান- দু’জনেই ছিঁটকে রাস্তায় পড়ে যান এবং ট্রাকের টাকা নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থালেই নিহত হন। অন্যদিকে, মোটরসাইকেল চালক সাগর গুরুতর আহত হন। আহত সাগরকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ আজিজুল হক জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এসএম/টিএ

Share this news on:

সর্বশেষ