শক্তি দইয়ে ভেজাল, ইউনূসের বিরুদ্ধে করা মামলা বাতিল

গ্রামীণ শক্তি দইয়ে ভেজালের অভিযোগে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলা বাতিল করেছেন হাইকোর্ট। সোমবার (১৭ মার্চ) মামলা বাতিলে জারি করা রুল মঞ্জুর করে বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মো.আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে ছিলেন আইনজীবী তানিম হোসেইন শাওন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাহেরুল ইসলাম তৌহিদ।

২০১০ সালে বংশালের একটি দোকান থেকে ১০০ গ্রামের একটি দইয়ে ভেজাল পাওয়ার অভিযোগ আনে ঢাকা সিটি করপোরেশন। পরে ২০১১ সালের ১০ জানুয়ারি দোকানের মালিক মো.আবুল কাশেম, সরবরাহকারী প্রতিষ্ঠানের মো. তুষার এবং গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের চেয়ারম্যান ড. ইউনূসের বিরুদ্ধে ঢাকা সিটি করপোরেশনের স্বাস্থ্য পরিদর্শক মো. কামরুল হাসান মামলা করেন।

এ মামলায় ২০১১ সালের ২৭ জানুয়ারি জামিন পান ড. ইউনূস। এরপর মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্টে মামলা বাতিলে রুল জারি করে স্থগিতাদেশ দেন। সেই রুলের শুনানি শেষে সোমবার রায় ঘোষণা করেন হাইকোর্ট।
ড. ইউনূসের আইনজীবী তানিম হোসেইন শাওন জানান, মামলায় কিছু ভুল ছিল। এছাড়া ড. ইউনূস ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান। ওনার নির্বাহী ক্ষমতা ছিল না। তারপরও ওনাকে হয়রানির জন্য মামলাটি করেছিলেন। ২০১১ সালে তিনি মামলা বাতিলে হাইকোর্টে আবেদন করেন। সেই আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেন। একই সঙ্গে স্থগিতাদেশ দেন। সেই রুলের শুনানি শেষে আজ রায় ঘোষণা করেন। রায়ে রুল যথাযথ ঘোষণা করে মামলাটি বাতিল করেছেন।

আরএইচ

Share this news on: