সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে আজ কোস্টগার্ড ও বনবিভাগের যৌথ অভিযানে ৯ কেজি হরিণের মাংসসহ বাবু মোল্লা নামে এক চোরা শিকারীকে আটক করা হয়েছে।
আজ সোমবার (১৭ মার্চ) সকাল ৬টার দিকে সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার পার্শ্বেখালী সেতুর নিচ থেকে ওই শিকারীকে আটক করা হয়।
কৈখালী বন বিভাগের স্টেশন কর্মকর্তা (এসও) টি এম সুলতান জানান, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে কয়েকজন চোরাশিকারী হরিণ শিকার করে মাংস নিয়ে লোকালয়ে আসছে এমন গোপন তথ্যের ভিত্তিতে কৈখালী কোস্টগার্ড ও বনবিভাগের সদস্যরা যৌথভাবে অভিযান চালায়। এসময় সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলার পার্শ্বেখালী ব্রীজের নিচ থেকে ৯ কেজি হরিণের মাংস-সহ বাবু মোল্লা নামের এক চোরা শিকারীকে আটক করা হয়।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, হরিণের মাংসসহ আটক চোরা শিকারী বাবু মোল্লাকে সাতক্ষীরা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসএম/টিএ