চাহিদা অনুযায়ী টাকা না পেয়ে ব্যাংক কর্মকর্তার নাক ফাটালেন ছাত্রদল নেতা

ফেনীতে চাহিদা অনুযায়ী টাকা না পেয়ে এক ব্যাংক কর্মকর্তার ওপর হামলার অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সহ-সভাপতি রিয়াদ উল করিমের বিরুদ্ধে। সোমবার (১৭ মার্চ) দুপুরে শহরের একাডেমি রোডস্থ গ্লোবাল ইসলামী ব্যাংকের উপশাখায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে গ্লোবাল ইসলামী ব্যাংকের উপশাখায় এফডিআরের টাকা উত্তোলন করতে যান ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি রিয়াদ উল করিম। এ সময় চাহিদা অনুযায়ী সময়মতো টাকা না পাওয়ায় ওমর ফারুক নামে এক ব্যাংক কর্মকর্তার উপর ক্ষিপ্ত হন তিনি। একপর্যায়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে ব্যাংক কর্মকর্তার ওপর হামলা করেন রিয়াদ।

ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা ওমর ফারুক বলেন, তাকে শিগগিরই টাকা প্রদানের বিষয়টি বলেছিলাম। পরবর্তী প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষরও নেয়া হয়। হঠাৎ আমাকে উদ্দেশ্য করে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। বিষয়টি ঠিক হচ্ছে না বলার সঙ্গে সঙ্গেই তিনি আমার নাকে মারাত্মক আঘাত করে রক্তাক্ত করেন।

গ্লোবাল ইসলামী ব্যাংক ফেনী শাখার ব্যবস্থাপক কাউছার আহমেদ চৌধুরী বলেন, সাম্প্রতিক সময়ে ব্যাংকে কিছু সমস্যা চলছিল। তবে গ্রাহকের টাকা দেয়ার চেষ্টা চলছে। সোমবার এ ব্যক্তির সঞ্চয়ী হিসাবে জমাকৃত সব টাকা প্রদান করা হয়। পরবর্তী এফডিআরের ৯ লাখ টাকা শিগগিরই দেয়ার কথা বলা হয়েছিল। কিন্তু তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করে এক কর্মকর্তার ওপর হামলা করেছে।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে জেলা ছাত্রদলের সহ-সভাপতি রিয়াদ উল করিম বলেন, কয়েকমাস ধরে আমার জমাকৃত টাকার জন্য ব্যাংকে যাচ্ছিলাম। কিন্তু তারা টাকা দিতে না পেরে বারবার সময় নেন। বিষয়টি ইতোমধ্যে ব্যাংকের উচ্চ পর্যায়েও অবহিত করেছিলাম। পরবর্তী আজও টাকার জন্য গেলে কিছু কথা-কাটাকাটি হয়েছে। তবে মারধরের অভিযোগ সত্য নয়।

জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন বলেন, ব্যক্তিগত বা অনৈতিক কর্মকাণ্ডে কেউ যদি সংগঠনের নাম ব্যবহারের চেষ্টা করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, ঘটনাটি শুনেছি।অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরএইচ

Share this news on:

সর্বশেষ

img
নারীদের আকর্ষণীয় পোশাক পরার অনুরোধ, তোপের মুখে রুশ রাজনীতিক Mar 19, 2025
img
১৬ বছরের কিশোরের ‘অশালীন’ ইঙ্গিত, প্রতিবাদ মালাইকার Mar 19, 2025
img
হন্ডুরাসে বিমান বিধ্বস্তে নিহত অন্তত ৭ Mar 19, 2025
img
১০৭ ভিক্ষুক গ্রেফতার, নিয়ে নেওয়া হলো ১৭ লাখ টাকা Mar 19, 2025
img
শোক পালনের পর জানা গেল ফুটবলার জীবিত Mar 19, 2025
img
নিউজিল্যান্ডের সঙ্গে স্থগিত সিরিজের সূচি প্রকাশ বিসিবির Mar 19, 2025
ফাহমিদুলকে দলে না নেওয়ায় ক্ষুব্ধ সমর্থকরা, বাফুফে ভবনের সামনে বিক্ষোভ Mar 19, 2025
img
ঠাকুরগাঁওয়ে ট্রাক ও পাগলুর মুখোমুখি সংঘর্ষে নিহত ২ Mar 19, 2025
img
ফের ‘ভুয়া পুলিশ’ আখ্যা দিয়ে আসল পুলিশ অবরুদ্ধ, মোটরসাইকেল ভাঙচুর Mar 19, 2025
img
জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দিলেন হামজা Mar 19, 2025