রাজধানীতে দুই ছিনতাইকারী গ্রেফতার

যমুনা ফিউচার পার্ক এলাকায় মোবাইল ছিনতাই করার সময় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। রবিবার (১৬ মার্চ) রাতে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো- আমিন হোসেন (৩০) ও মো মনির (২৬)।

সেমাবার (১৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল।

তিনি বলেন, গ্রেফতারদের কাছ থেকে ছিনতাইকৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। রবিবার রাত ৯ টা থেকে সাড়ে ৮টার মধ্যে দুইজনকে পৃথক অভিযানে যমুনা ফিউচার পার্ক এলাকায় মোবাইল ছিনতাই করার সময় গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে গ্রেফতারদের ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া চক্রের অন্য কারা আছে এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ