নুসরাত হত্যায় সরঞ্জামাদির টাকা দেন কাউন্সিলর

ফেনীর সোনাগাজী পৌরসভার কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক মাকসুদ আলম অধ্যক্ষ এস এম সিরাজ-উদ-দৌলাকে ১০ হাজার টাকা দিয়েছিলেন। এই টাকা দিয়ে নুসরাত হত্যাকাণ্ডে ব্যবহৃত বোরকা, হিজাব, কেরোসিন ও দড়ি কেনা হয়।

রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম।

তিনি বলেন, সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় টাকা লেনদেন হলেও মানি লন্ডারিংয়ের প্রমাণ পাওয়া যায়নি। আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি, তাতে দেখা যায় হত্যাকাণ্ডের আগে স্থানীয় আওয়ামী লীগ নেতা মাকসুদ আলম অধ্যক্ষকে ১০ থেকে ১২ হাজার টাকা দিয়েছিলেন।

তিনি আরও বলেন, নুসরাত হত্যায় মোটা অঙ্কের টাকা মানি লন্ডারিং হয়েছে কিনা, তা বের করতেই মূলত সিআইডি ঘটনাটি তদন্ত শুরু করে।

যৌন হয়রানির অভিযোগে নুসরাতের মায়ের করা মামলায় ২৭ মার্চ অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাকে গ্রেফতার করে পুলিশ। কারাগার থেকেই তিনি মামলা তুলে নেয়ার জন্য নুসরাতের পরিবারকে চাপ দিতে থাকেন। ৬ এপ্রিল নুসরাত মাদ্রাসায় গেলে তার শরীরে আগুন ধরিয়ে দেয় অধ্যক্ষের সহযোগীরা। ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুসরাত মারা যান।

 

টাইমস/জিএস

Share this news on: