ফটোসেশনের পরও চূড়ান্ত নয় দল, আগামীকাল সকালে ফ্লাইট

আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ৯টায় ভারতের শিলংয়ের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। অবশ্য তার আগেই সকাল সাড়ে ৭টার মধ্যে বাংলাদেশ দলকে বিমানবন্দরে থাকতে হবে। অথচ এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভারতের বিপক্ষে ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে পারেনি। এখনও ফেডারেশনকে দলের তালিকা দিতে পারেননি জাতীয় দলের স্প্যানিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।
 
সাধারণত জাতীয় ফুটবল দল দেশের বাইরে সফরে গেলে সংবাদ সম্মেলনের দিন চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে। আজ জাতীয় ফুটবল দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হলেও সেখানে চূড়ান্ত স্কোয়াড দেয়নি ফেডারেশন। জাতীয় দল কমিটি সূত্রের খবর– আজ অনুশীলনের পর পর্যন্ত তিনি দল চূড়ান্ত করার জন্য সময় চেয়েছেন। কিংস অ্যারেনায় অনুশীলন শেষ হয়েছে ঘণ্টা দেড়েক, তবে এখনও এই সংক্রান্ত কোনো খোঁজ পাওয়া যায়নি।

আজ সকালে আনুষ্ঠানিক প্রেস কনফারেন্সের আগে ২৭ জন খেলোয়াড় এবং কোচিং স্টাফের ১০ জন মিলিয়ে মোট ৩৭ জন ফটোসেশন করেন। সেই ফটোসেশনে ছিলেন না দলের মানেজার আমের খান। আনুষ্ঠানিক ফটোসেশনের পর খেলোয়াড় বাদ দিয়ে আরেক বিতর্কের জন্ম দিতে যাচ্ছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।
 
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্বে স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আছেন ২০২২ সালের শুরু থেকে। তিন বছরেরও বেশি সময় তিনি কাজ করছেন। এখন দল চূড়ান্ত করতেই সিদ্ধাহীনতায় ভুগছেন তিনি। প্রাথমিক দলে থাকা ৩০ জনের মধ্যে একেবারে নতুন মুখ হামজা, ফাহমিদুল, আল আমিন ও আরিফ। বাকি সবাই অন্তত দুয়েকবার ক্যাবরেরার অধীনে অনুশীলন করেছেন। ২৮ ফেব্রুয়ারি থেকে ভারত সফরের জন্য ক্যাম্প শুরু করেছেন এই কোচ। প্রায় তিন সপ্তাহ হতে চললেও এখনও তিনি ২৩ জনের খেলোয়াড় তালিকাই করতে পারেননি।
 
ম্যাচের আর দিন পাঁচেক বাকি। এই সময় একাদশ গঠন, প্রতিপক্ষের পরিকল্পনা নিয়ে চুলচেরা কাজ হওয়ার কথা। সেখানে বাংলাদেশের কোচ চূড়ান্ত স্কোয়াডই গঠন করতে পারেননি। ফাহমিদুল সৌদি থেকে ইতালি ফিরে গেছেন। পাপন সিংহ ও সুশান্ত্র ত্রিপুরা ইনজুরির জন্য ক্যাম্প ছেড়েছেন ঢাকায় এসে। এখন টিম হোটেলে রয়েছেন ২৭ জন। ফুটবলে চূড়ান্ত স্কোয়াড হয় ২৩ জনের। জাতীয় দল কমিটি সূত্রে জানা গেছে, কোচ একজন বেশি খেলোয়াড় নিয়ে আগামীকাল রওনা করতে চান। ভারত ম্যাচের আগেরদিন বাদ দেবেন একজন খেলোয়াড়।
 
ম্যাচের আগেরদিন ম্যানেজার্স মিটিংয়ে ২৩ জনের নাম জমা দিতে হয় ম্যাচ কমিশনারের কাছে। হ্যাভিয়ের ক্যাবরেরার আমলে একবার আন্তর্জাতিক ম্যাচের আগে ম্যানেজার্স মিটিংয়েও ২৩ জনের নাম না দেওয়ার ঘটনা ছিল বলে জানা গেছে। এতে বিব্রত হয়েছিল বাফুফে। এরপরও ফেডারেশন কোচকে জবাবদিহিতার মধ্যে আনতে পারছে না এখনও।
 
প্রসঙ্গত, এশিয়ান কাপ বাছাইয়ে ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ইতোমধ্যে কয়েকটি বিতর্কের জন্ম দিয়েছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ৩৮ জনের প্রাথমিক তালিকা প্রকাশের পর ৮ খেলোয়াড়কে অনুশীলন ও ক্যাম্পে না উঠিয়েই বাদ দিয়েছেন। দুই দফা প্রাথমিক তালিকা প্রকাশের ঘটনা বাংলাদেশের ফুটবলের সাম্প্রতিক অতীতে ঘটেনি। চূড়ান্ত দলেরই সাধারণত ফটোসেশন হয়। সেখানে আজ দল চূড়ান্ত না করেই ফটোসেশন হয়েছে। ক্যাবরেরার এমন কর্মকাণ্ডে জাতীয় দল কমিটিও প্রশ্নবিদ্ধ হয়েছে। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল স্বয়ং এই কমিটির চেয়ারম্যান। 

এমআর

Share this news on:

সর্বশেষ

img
ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আটক ১ May 09, 2025
img
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ May 09, 2025
img
অর্থনীতিতে গণতন্ত্রায়ন করতে হবে: আমীর খসরু May 09, 2025
img
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন May 09, 2025
img
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সিলেটে অবস্থান কর্মসূচি May 09, 2025
img
যে কারণে মেয়ের ছবি প্রকাশ্যে আনেননি দীপিকা May 09, 2025
img
‘আপ বাংলাদেশ’ প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ May 09, 2025
img
পারভেজ হত্যা: ৩ দিনের রিমান্ডে আসামি টিনা May 09, 2025
img
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন উপদেষ্টা মাহফুজ May 09, 2025
img
৩ ফ্লাইটের সূচি পরিবর্তন করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স May 09, 2025