রাজধানীর গুলশানে শুটিং ক্লাব মিলনায়তনে বুধবার ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ- ডিক্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতারে বক্তব্য দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নিয়ে নানা সমালোচনা থাকলেও ‘নির্ভয়ে’ কথা বলতে পারাকে আলাদা অর্জন হিসেবে দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।বুধবার রাজধানী ঢাকায় ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার আয়োজনে এমন মত দেন তিনি।
গুলশানে শুটিং ক্লাব মিলনায়তনে বিভিন্ন দেশের কূটনীতিকদের উপস্থিতিতে ওই আয়োজনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “এই সরকার নানা ইস্যুতে সমালোচনার মুখোমুখি হয়। প্রত্যেক ক্ষেত্রে আমরা সফল এটা বলব না, কিন্তু সাংবাদিকদের আয়োজন হওয়ায় একটা বিষয়ে আমি বলতে চাই।
“আজকে আপনি যেভাবে সমালোচনা করতে পারছেন, এক বছর বা আট মাস আগে আপনি কি ক্ষমতাসীন সরকারকে এভাবে সমালোচনা করতে পারতেন? কোনো কিছু না হোক, এই সরকারের অর্জন অন্তত এটাই, যে কেউ নির্ভয়ে সমালোচনা করতে পারে।”
তিনি বলেন, বাংলাদেশ এখন জাতীয় জীবনের খুব গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয় সংস্কারের চেষ্টা চালাচ্ছে।
এ সরকার হয়ত জনগণের সব আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না, তবে এমন একটা পথরেখা তৈরি করে দিতে পারবে, যে পথ ধরে সত্যিকারের বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজের লক্ষ্যে পৌঁছানো যাবে, যোগ করেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “কিছু সংস্কার নির্বাচনের আগে হবে এবং কিছু সংস্কার নির্বাচনের পরে ধারাবাহিকভাবে হবে। এই সরকার সেই চেষ্টাটাই করছে, যাতে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা যায় এবং নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করা যায়।“ডিক্যাবের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ইফতার ও নৈশভোজের এ আয়োজনে রাজনীতিক, কূটনীতিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ডিক্যাবের সভাপতি একেএম মঈনুদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু চৌধুরী এবং পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন বক্তব্য দেন।
অন্যদের মধ্যে আয়োজনে অংশ নেন বিমসটেক মহাসচিব ইন্দ্র মনি পান্ডে, ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা, চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।