ওড়না বা হিজাব পরে খেলার কোনো সুযোগ নেই : তাসনুভা তিশা

সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল) অংশগ্রহণ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। সম্প্রতি এক সাক্ষাৎকারে খেলা সর্ম্পকে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন।

সাক্ষাৎকারে তাসনুভা তিশা বলেন, ‘আমাদের মেয়েদের ক্ষেত্রে যারা খেলছি আমরা প্রত্যেকটা মেয়ের ব্যাপারে খুবই আজেবাজেভাবে পোট্রে করা হচ্ছে নিউজগুলোতে সেটা ইউটিউবে হোক ব্যক্তিগত ব্যাপারের চাইতেও তারা কি পোশাক পরিহিত করেছে মানে কাপড় চোপড় নিয়ে কে কতটুক কিভাবে কাপড় পড়লো কি করলো না করলো তারপরে আমরা খেলা দেখাতে কম এটা দেখাতে এসেছি বেশি ওটা বেশি মানে খুবই আজেবাজে কমেন্ট আসে সেখানে কারণ কমেন্ট আসার জন্য প্রপার কারণটা আসলে দিয়ে দিচ্ছে।’

তার কথায়, ‘তারা এসব নিউজ করছে আমি নিজেই এটার ভুক্তভুগি। আমাদের লাইফ নিয়ে সবার আগ্রহ থাকে এটা স্বাভাবিক। কিন্তু আমাদেরকে পাপারাজ্জি করবে যেটা বলিউডে অনেক বেশি হয়। আমাদের দেশে একটু কম হয়। আমাদের দেশে যেটা হয় যে হ্যারেসমেন্ট হয়। আমাদের দেশে পাপারাজ্জিটা হয় না।’

‘আমাদের দেশে যে হয় হ্যারাসমেন্ট। কিভাবে হয়? না বলে একটা ভিডিও করে দিয়ে এবং ওটাকে খুবই মানে নেগেটিভলি পোট্রে করা হয় এবং ওটার জন্য ভুক্তভুগী হই আমরা। কারণ দিনশেষে আমাদের প্রত্যেকের ফ্যামিলি আছে। দিন শেষে আমাদের ফ্যামিলি এগুলো দেখে এবং তারা কমেন্টও পড়ে। কমেন্ট পড়ে আমাদেরকে অনেক প্রশ্নের উত্তর দিতে হয়।’

পোশাকের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আবার যারা এই নিউজটা দেখবে তারা বলবে আপনারা একটু ঠিকঠাক মত পড়লেই হয় কাপড়। এটাও আবার কমেন্ট করবে। এখানে আসলে শাড়ি পড়লেও তো আবার কমেন্ট করবেন। কি যে পরবো জানি না। যাই হোক খেলা তো আসলে খেলাই। ছেলে-মেয়ে সবার জন্য একই রকম। এখানে ওড়না বা হিজাব পরে খেলার কোনো সুযোগ নেই। তারপরও আমাদের মেয়েরা যথেষ্ট চেষ্টা করছি আমরা আমাদের জায়গা থেকে যতটা মানে একটু কন্ট্রোভার্সি এরিয়ে যাওয়ার জন্য। কারণ কন্ট্রোভার্সির তো শেষ নেই।’

অভিনেত্রীর ভাষ্যে, ‘এখন আপনার কাছে কোনটা দৃষ্টিকটু সেটা হয়তো যে পড়েছে তার কাছে দৃষ্টিকটু না। একেকজনের পার্সোনালিটি একেক রকম। আমার পার্সোনালিটি আমার ঢোলা টিশার্ট ভালো লাগে। টাইট টিশার্ট ভালো লাগে না। এখন এটা আমার প্রেফারেন্স। এটার সাথে আমার চরিত্র, শিক্ষার, জ্ঞানের কোন সম্পৃক্ততা নাই।’

শেষে তিনি বলেন, ‘এখন যে মেয়েটা বোরকা পড়ে ওই মেয়েকে দেখেও অনেকের অনেক কিছু হয়। তো এটা আসলে বলে লাভ নাই বা মানে বোরকা পড়লে আবার অনেকে অনেক ক্ষেপে যাবে। মানে আমি বলতে চাচ্ছি যে অনেক শালীনভাবে একটা শালোয়ার কামিজ পড়ে ওড়না পড়ে খুব ভদ্রভাবে এসেছি। তারপরও কিন্তু অনেক ধরনের কমেন্ট শুনতে হবে।’

টিকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ভারত-পাকিস্তান সংঘাত, ফেনী সীমান্তে বিজিবির টহল জোরদার May 09, 2025
img
‘আ.লীগ নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা পরিষদে দ্বিমত নেই’ May 09, 2025
img
ধর্ম দিয়ে বিভাজন নয়, ঐক্যবদ্ধ থাকতে হবে: ফখরুল May 09, 2025
img
৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির শঙ্কা May 09, 2025
img
লন্ডনে তারেক রহমানের সঙ্গে সিঙ্গাপুর বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ May 09, 2025
img
বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, কবে বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া অফিস May 09, 2025
img
কানের মার্শে দ্যু ফিল্মে এবাদুর রহমানের ‘বাঙালি বিলাস’ May 09, 2025
img
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ May 09, 2025
img
নাহিদ রিশাদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করল বিসিবি May 09, 2025
img
‘অক্ষয় বন্ধু নন, শুধুই সহকর্মী’ বলে বিপাকে পরেশ রাওয়াল May 09, 2025