আওয়ামী লীগ কোনো দেশীয় শক্তি নয়, বিদেশ থেকে আসা ‘প্রতিস্থাপিত শক্তি’: মাহফুজ আলম

আওয়ামী লীগ কোনো দেশীয় শক্তি নয়, বরং এটি মূলত বিদেশ থেকে আসা একটি 'প্রতিস্থাপিত শক্তি' বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, 'আওয়ামী লীগ কোনো দেশীয় শক্তি নয়...বরং এটি মূলত বিদেশ থেকে সংগৃহীত একটি শক্তি। এর সুতা দিল্লিতে ধরা হয়, আর ঘুড়ি ওড়ে বাংলাদেশে। এই ঘুড়ি আর বাংলাদেশে উড়তে দেওয়া হবে না।"

ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে শুক্রবার রাজধানীর নোফেল সোসাইটি আয়োজিত আলোচনা ও ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মাহফুজ বলেন, 'যখনই আওয়ামী লীগ সুযোগ পাবে, তখন অবশ্যই তা দেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাবে।'
 
তিনি বলেন, আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জয় লাভ করেছি। আমাদের মনে রাখতে হবে যে, আমরা যে জয় অর্জন করেছি, তা রাজনৈতিক ও ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে অর্জিত হয়েছে। যদি আমরা ঐক্য বজায় না রাখি এবং রাজনৈতিকভাবে লড়াই চালিয়ে না যাই, তাহলে আওয়ামী লীগ আবার ফিরে আসবে।

নির্বাচন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মাহফুজ বলেন, নির্বাচন নির্ধারিত সময়েই ডিসেম্বরে অনুষ্ঠিত হবে এবং সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। মাহফুজ বলেন, 'প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন যে, নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে। এটি এই বছরের শেষের দিকে, ডিসেম্বরে হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যেই একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে এবং সেই সময়সীমার মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সবারই এর জন্য প্রস্তুতি শুরু করা উচিত।

তিনি আশা প্রকাশ করেন যে, রাজনৈতিক দলগুলো যদি দায়িত্বশীলভাবে কাজ করে, নাশকতা বন্ধ করে এবং রাষ্ট্রীয় সংস্থাগুলো যথাযথভাবে সহযোগিতা করে, তাহলে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এমআর/এসএন


Share this news on:

সর্বশেষ

২৪ ঘন্টা অবজারভেশনে তামিম, কি বলছেন চিকিৎসক? Mar 24, 2025
img
কেন গোল পিৎজা রাখা হয় চারকোনা বাক্সে? Mar 24, 2025
জিয়াউর রহমানকে নিয়ে যা বললেন রুহুল কবির রিজভী Mar 24, 2025
শহীদ ফাইয়াজের ১৮তম জন্মদিনে মায়ের আবেগঘন চিঠি Mar 24, 2025
img
চীনের ১০ বিশ্ববিদ্যালয়ে বিনা খরচে বাংলাদেশিদের পড়ার সুযোগ Mar 24, 2025
মুক্তিযুদ্ধের এই দেশে আমরা চাই পূর্ব গগনে মুক্তির সূর্য উঠুক Mar 24, 2025
সরকারি কর্মচারীদের বিরুদ্ধে যে ব্যবস্থার নির্দেশ দিল জনপ্রশাসন মন্ত্রণালয় Mar 24, 2025
img
৮ মাস শেষ হলো, এখনো টাকায় শেখ মুজিবের ফটো কেন : প্রশ্ন কর্নেল অলির Mar 24, 2025
অধিনায়ক তামিমের জায়গায় ওপেন করে মিরাজের সেঞ্চুরি Mar 24, 2025
চীন-যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ভবিষ্যৎ নিয়ে যা জানালেন চীনের প্রধানমন্ত্রী Mar 24, 2025