চলতি বছরের ডিসেম্বর এবং আগামী বছরের জানুয়ারি মিলিয়ে বিপিএলের আগামী আসর হওয়ার কথা রয়েছে। তবে নির্বাচনের কারণে এই সময়সূচিতে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন বিসিবির পরিচালক এবং বিপিএলের চেয়ারম্যান মাহবুব আনাম।
দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহম্মদ ইউনুস ইঙ্গিত দিয়েছেন, আগামী বছর ফেব্রুয়ারি বা এপ্রিলে হতে পারে জাতীয় নির্বাচন। এ জন্য সব প্রস্তুতি, বিশেষ করে আইনশৃঙ্খলাবিষয়ক প্রস্তুতিগুলো আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন তিনি। তবে, সবগুলো দল এই সিদ্ধান্তে একমত নয়। ফলে এগিয়েও আসতে পারে নির্বাচনের সময়।
আর জাতীয় নির্বাচনের ওপরই নির্ভর করছে আগামী বিপিএলের সময়সূচি। সরকারের পক্ষ থেকে বিসিবিকে ডিসেম্বরে নির্বাচন ধরে প্রস্তুতি নিতে বলা হয়েছে। আবার ঈদের আগেও নির্বাচন হতে পারে বলে আভাস পেয়েছে বিসিবি। যদি বিপিএলের সূচি নির্বাচনের সঙ্গে সাংঘর্ষিক হয়, সেক্ষেত্রে পেছাতে পারে বিপিএল। এক্ষেত্রে মে মাসে যেতে পারে টুর্নামেন্ট।
এ প্রসঙ্গে বিপিএলের চেয়ারম্যান মাহবুব আনাম বলেন, 'সরকারের তরফ থেকে বলা হয়েছে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে। নির্বাচন হয়তো ঈদের আগেও হতে পারে এমন আলাপ শুনেছি। যত ডিসেম্বরের কাছে আসব বিপিএল শুরুর তারিখ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাব।'
তিনি আরও বলেন, ' যদি ডিসেম্বর-জানুয়ারিতে করতে না পারি আর একটা স্লট থাকতে পারে, সেই স্লটেও হতে পারে। মে মাসেও আমরা খালি আছি ডিসেম্বরে করলেও কয়েকটি লিগের সঙ্গে সাংঘর্ষিক হয়৷ মে মাসে করলে আইপিএলের সঙ্গে। এটা আমরা জানি, তবে আমাদের পরিকল্পনা এগিয়ে যাব।'
আরআর/টিএ