ভারতের প্রভাবমুক্ত নির্বাচন চায় জাগপা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং ভারতের প্রভাবমুক্ত করার আহ্বান জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি তাসমিয়া প্রধান।

সোমবার (২৪ মার্চ) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তাসমিয়া প্রধানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।

তাসমিয়া প্রধান বলেন, আমরা সিইসিকে জানিয়েছি, আমরা সুষ্ঠু এবং ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচন চাই। গত ১৭ বছরে নির্বাচনে বাইরের হস্তক্ষেপ ছিল, যা আমরা এবার দেখতে চাই না। আমরা বিশ্বাস করি, প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে যে নির্বাচন হবে তা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং ভারতীয় প্রভাব মুক্ত হবে।

তিনি আরও জানান, সিইসিকে আমরা জানিয়ে দিয়েছি যে, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আমাদের নিবন্ধন ফিরে পেয়েছে। সিইসি বলেছেন, নির্বাচন সফল করতে সব দলের সহযোগিতা প্রয়োজন। আমরা বলেছি, নির্বাচন কমিশনকে অবশ্যই সহযোগিতা করব। এছাড়া, আমরা হাইকোর্টের রায় পেয়েছি এবং ইসি যদি আপিল করে, আমরা আইনগতভাবে মোকাবিলা করব।

জাতীয় গণতান্ত্রিক পার্টির নিবন্ধন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রায় পাওয়ার পর, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে যায় জাগপা প্রতিনিধি দল। ২০১৪ সালের ২৪ জুলাই নির্বাচন কমিশন জাগপাকে নিবন্ধন দিয়েছিল, তবে ২০২১ সালের ২৮ জানুয়ারি আইনি শর্ত পূরণ না করার অভিযোগে দলের নিবন্ধন বাতিল করা হয়। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে রিট আবেদন করেন তাসমিয়া প্রধান। গত বুধবার হাইকোর্ট দলটির নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয়।

আরএইচ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আজ ঢাকায় আবহাওয়া যেমন থাকবে Mar 26, 2025
img
উন্নত চিকিৎসার জন্য তামিম ইকবালকে ব্যাংককে নেওয়ার প্রস্তুতি চলছে Mar 26, 2025
img
ব্রাজিলকে বিধ্বস্ত করে আর্জেন্টিনার চার গোল Mar 26, 2025
img
এটাই কি থালাপতি'র শেষ সিনেমা? Mar 26, 2025
img
মহান স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা Mar 26, 2025
img
সিকান্দার -এর পর “গজনী ২” ও “হলিডে ২” -এর ইঙ্গিত দিলেন পরিচালক Mar 26, 2025
img
রাজনীতিতে ব্যস্ত পাওয়ান, থমকে গেল ‘উস্তাদ ভগত সিং’! Mar 26, 2025
img
সানি দেওলের নতুন গন্তব্য: বলিউডের পরিবর্তে দক্ষিণ? Mar 26, 2025
img
এবার পর্দায় ধামাকা নিয়ে আসছেন জন আব্রাহাম ও রোহিত শেট্টি Mar 26, 2025
img
সিনেমা করতে না চাওয়া সেই ম্রুণাল এখন তেলেগুর সুপারস্টার Mar 26, 2025