উন্নত চিকিৎসার জন্য তামিম ইকবালকে ব্যাংককে নেওয়ার প্রস্তুতি চলছে। দেশের বাইরে নেওয়ার জন্য ভিসার কাজ শুরু হতে যাচ্ছে। সাথে যাবেন ফরচুন বরিশাল দলের মালিক মিজানুর রহমান। তামিম ইকবালকে হাসপাতালে দেখতে এসে এই তথ্য দেন মিজানুল রহমান নিজেই।
এদিকে তামিম ইকবালকে দেখতে হাসপাতালে গেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সাভারের কেপিজে হাসপাতাল থেকে তামিম বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে। সেখানেই তার সাথে দেখা করতে গেলেন ক্রীড়া উপদেষ্টা। এর আগে নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই ২৫ মার্চ রাতে তাকে ঢাকায় আনা হয়।
একই সময়ে সেখানে হাজির হন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামও। উপস্থিত হন বিসিবি সভাপতি ফারুক আহমেদও। তামিমকে দেখে বের হওয়ার সময় গণমাধ্যমের মুখোমুখি হন ক্রীড়া উপদেষ্টা।
পরে তামিমের সবশেষ অবস্থা নিয়ে আসিফ মাহমুদ বলেন, আশা করি উনি দ্রুত রিকভার করবেন। মেন্টালি যে শক্তি দেখলাম, তারপর উনার পরিবারের সঙ্গে কথা হয়েছে। সবাই এখন স্বস্তিতে আছেন এবং ডাক্তাররা নিয়মিত দেখছেন। আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।
এর আগে মঙ্গলবার রাত ৮টা ৩৭ মিনিটে এভারকেয়ার হাসপাতালে এসে পৌঁছায় তামিমকে বহনকারী অ্যাম্বুলেন্স। পরে তাকে হাসপাতালের সিসিউ বিভাগে রাখা হয়েছে বলে জানা গেছে। কেপিজে হাসপাতালের মতো রাজধানীর এই চিকিৎসাকেন্দ্রের বাইরেও ভিড় জমিয়েছেন তামিমের সমর্থকরা।
ফরচুন বরিশাল দলের মালিক মিজানুর রহমান বলেছেন, ‘তামিম কথা বলছে, রেসপন্স করছে। আমার কাছে মনে হয় ইনশাআল্লাহ ভালোই আছে এখন এই মুহূর্তে। এমন ঘটনা অবশ্যই বড় শকিং। বাংলাদেশের সব মানুষের জন্যই শকিং ছিল। আশা করব সে যেন দ্রুত রিকোভার করে এবং আমাদের মাঝে ফিরে আসে এবং খুব ভালোভাবে যেন ফিরে আসে রিকোভার করে। আপনারা দোয়া করেন সবাই।’
এর আগে ২৪ মার্চ বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ চলাকালে বিকেএসপিতে ম্যাসিভ হার্ট অ্যাটাক করেন তামিম। পরে সাভারের কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের তৎপরতা এবং সব প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে করে তামিমের হার্টে রিং পরানো হয়। পরে এ দিনই তিনি কিছুটা স্বাভাবিক হয়ে ওঠেন।
এসএম/টিএ