"The People’s Leader" থালাপতি বিজয় অবশেষে বিদায় জানিয়ে দিলেন।
তবে সিনেমার মঞ্চ ছেড়ে এবার তিনি পা রাখতে চলেছেন রাজনীতির ময়দানে।
তাঁর শেষ চলচ্চিত্র ‘Jana Nayagan’ মুক্তি পাচ্ছে ৯ জানুয়ারি, ২০২৬, পঙ্গল এবং মকর সংক্রান্তির ঠিক আগেই। পঙ্গল ২০২৬ সালে মুক্তির সময় নির্ধারণ করা হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন এইচ. বিনোথ। প্রযোজনায় ছিলেন KVN প্রোডাকশনস।
৫ দিনের উৎসব উইন্ডো নিশ্চিত ব্লকবাস্টার সম্ভাবনা দেখছেন শুভাকাঙ্ক্ষীরা।
বিজয় ও পঙ্গল একটি গোল্ডেন কম্বিনেশন। আগের বহু পঙ্গল রিলিজে থালাপতির সিনেমা রেকর্ড ভেঙেছে Jana Nayagan। তেমনই এক উৎসবের ব্লকবাস্টার হিসেবে প্রস্তুত। পোস্টারে দেখা যায় বিজয় এক বিশাল উল্লাসময় জনতার সঙ্গে সেলফি তুলছেন।
Jana Nayagan মানে “জননেতা”। নামটাই স্পষ্টভাবে বিজয়ের রাজনৈতিক যাত্রার প্রতীক। এই বিদায়ী ছবি তার ভক্তদের প্রতি আবেগপূর্ণ শ্রদ্ধার্ঘ্য।
বিশ্বব্যাপী মুক্তির পরিকল্পনা রয় এছে এই সিনেমা। যেসব আন্তর্জাতিক বাজারে রিলিজ হবে: যুক্তরাষ্ট্র, মিডল ইস্ট, অস্ট্রেলিয়া, ইউরোপ। বিজয়ের বিশাল গ্লোবাল ফ্যানবেস মানেই ইন্টারন্যাশনাল স্কেলে বিশাল ঝড়।
বিজয়ের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে।
Jana Nayagan শুধু একটি সিনেমা নয়। এটি এক যুগের সমাপ্তি। এটি এক জননায়কের সূচনা।
থালাপতি বিজয়কে আপনি শেষবারের মতো বড় পর্দায় দেখবেন, এক জনতার প্রতিনিধি হিসেবে বিদায় নিতে।
আরএ/টিএ