রাজধানীতে রিকশা নিয়ন্ত্রণে পুলিশের নতুন উদ্যোগ

রাজধানীর সড়কগুলোতে রিকশা চলাচল নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ জন্য শহরের নির্দিষ্ট সড়কের প্রবেশমুখে বসানো হচ্ছে ‘রিকশা ট্র্যাপার’। এ ট্র্যাপার পেরিয়ে কোনো রিকশা যেতে চাইলে লোহার খাঁজে আটকে যাবে চাকা।

সম্প্রতি রাজধানীর রমনা থানার সামনে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি এলাকায় পরীক্ষামূলকভাবে ট্র্যাপার বসানো হয়েছে।প্রাথমিক পর্যায়ে এটি কার্যকর প্রমাণিত হলে পর্যায়ক্রমে ঢাকার অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কেও বসানো হবে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।
 
এ বিষয়ে ডিএমপির (ট্রাফিক) রমনা বিভাগের উপকমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, ঢাকার সড়কে রিকশা চলাচল সীমিত করার অংশ হিসেবে রিকশা ট্র্যাপার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত পরীক্ষামূলকভাবে স্থাপন করা হচ্ছে। এর কার্যকারিতা পর্যবেক্ষণ করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

সরেজমিনে দেখা যায়, রমনা থানার সামনে সড়কের দুই পাশে পুলিশ সদস্যরা ট্র্যাপার বসানোর কাজ করছেন। এর ফলে পুরাতন এলিফ্যান্ট রোড থেকে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণিতে কোনো রিকশা প্রবেশ করতে পারবে না। একইভাবে পরিবাগ থেকে ইস্কাটন গার্ডেন হয়ে পুরাতন এলিফ্যান্ট রোড ধরে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণিতে রিকশার যাতায়াত বন্ধ হয়ে যাবে।


এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ