ঈদে লম্বা ছুটিতে ঢাকা ছাড়বেন পৌনে দুই কোটি মানুষ

এই ঈদে ঢাকা ছাড়বে প্রায় ১ কোটি ৭২ লাখ ৭০ হাজার মানুষ। তারা রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ মহানগরসহ ঢাকা বিভাগের বিভিন্ন জেলার স্থায়ী-অস্থায়ী বাসিন্দা। ঈদে ঘরমুখো এই বিপুল সংখ্যক মানুষের ৬০ শতাংশ যাবেন সড়কপথে। বাকি ৪০ শতাংশ নৌ ও রেলপথে যাবে।

এ হিসাবে, এবার সড়কপথে ঈদযাত্রীর সংখ্যা দাঁড়াতে পারে মোট ১ কোটি ৩ লাখ ৬২ হাজার। নৌপথের ঘরমুখো যাত্রী সংখ্যা দাঁড়াতে পারে ৬৯ লাখ ৮ হাজার। নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি এবং গণমাধ্যমকর্মীদের সংগঠন শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরাম, ঈদ-পূর্ব যৌথ পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এবার ঈদের ছুটি বেশি হওয়ার কারণেও বেশি সংখ্যক মানুষ ঘরমুখো হবে। আগে ঈদের ছুটি তিন-চার দিন হতো। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে এবারই প্রথম ঈদুল ফিতরের ছুটি দাঁড়াচ্ছে ৯ দিন। গতকাল রোববার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের মতো জনবহুল শিল্প ও বাণিজ্যিক শহরের ৫০ শতাংশ এবং জেলার অন্যান্য স্থানের ২০ শতাংশ মানুষ আবাসস্থল ছেড়ে যায়। এ হিসাবে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ মহানগরের ১ কোটি ৫২ লাখ ৫০ হাজার (জনসংখ্যার ৫০ শতাংশ) মানুষ গ্রামের বাড়ি যাবে। উল্লেখিত পাঁচ জেলার অন্যান্য স্থান থেকে যাবে আরও ২০ লাখ ২০ হাজার।

প্রতিবেদনে বলা হয়, বিপুল সংখ্যক মানুষকে মাত্র এক সপ্তাহে সুশৃঙ্খলভাবে গন্তব্যে পৌঁছে দেওয়ার সক্ষমতা সড়ক পরিবহন খাতের নেই। দূরপাল্লার অনেক সড়কের কোনো কোনো স্থানের এখনও বেহাল দশা। সারাদেশে সড়কে পাঁচ শতাধিক ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে।

এর আগে ঈদুল ফিতরের পর ৩ এপ্রিল নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা হওয়ায় আরও তিন দিন যুক্ত হয়েছে ঈদের ছুটির তালিকায়। কারণ, এর পরের দু’দিনই শুক্র ও শনিবার। সেই হিসাবে এবার ঈদ ঘিরে টানা ৯ দিনের অবকাশ যাপনের সুযোগ পাচ্ছেন চাকরিজীবীরা।

টিএ/

Share this news on:

সর্বশেষ

img
লক্ষ্মীপুরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত তিন Mar 29, 2025
img
ভূমিকম্পের ধ্বংসস্তূপে নবজাতকের জন্ম Mar 29, 2025
img
১৭ বছরের যন্ত্রণার অবসান, ধোনিদের হারিয়ে নাচ কোহলির! Mar 29, 2025
img
ঈদের দুদিন আগেও খোলা ট্রাক-পিকআপে ছুটছে ঘরমুখো মানুষ Mar 29, 2025
img
মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে নিজ এলাকায় এনসিপির নিজাম উদ্দিন Mar 29, 2025
img
চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের চট্টগ্রাম-কুনমিং ফ্লাইট চালুর পরিকল্পনা Mar 29, 2025
img
সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ, যাকে দায়ী করলেন অমিত শাহ Mar 29, 2025
img
এবারের ঈদে যে ১০ নাটক সাড়া ফেলতে পারে Mar 29, 2025
img
প্রথম ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া Mar 29, 2025
img
কিছু পক্ষ সংবিধানসহ সকল ব্যবস্থা আগের মতো রেখে দিতে চায় : সামান্তা শারমিন Mar 29, 2025