ভারতীয় অভিনেত্রী হিনা খানের ক্যান্সার আক্রান্ত হওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা করছেন নেটিজেনরা। এদিকে অসুস্থতার কারণে অনেক দিন কোনও শুটিংয়ের সঙ্গেও যুক্ত নন তিনি। শুটিংও করতে পারছেন না। তবে হিনা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়।
ক্যানসারের আপডেটের পাশাপাশি কিছু মজার ভিডিও শেয়ার করেন মাঝেমধ্যেই। হিনা তেমনই একটি ছোটবেলার স্মৃতি ভরা মজার ভিডিও শেয়ার করেছেন। যেখানে মায়ের কাছে কতটা মার খেতেন তিনি সেই ঝলক ফুটে উঠেছে।
ভিডিও দেখলে সকলের শৈশবের কথা মনে পড়তে বাধ্য। হিনাকে ছোটবেলায় তার মা মারধর করতেন। অভিনেত্রী খুব মজার ভঙ্গিতে ভক্তদের কাছে সেই মুহূর্তটি তুলে ধরেছেন। হিনা ও তার ভাই বেশ খানিকটা সময় একসঙ্গে মারধর খেয়েছিলেন মায়ের কাছে। টাই একেবারে অন্য রূপে তৈরির চেষ্টা করলেন হিনা।
ভিডিও ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শৈশবের স্মৃতি, মায়ের মারধর।’ ভিডিওতে হিনাকে তার মায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে এবং তার ভাই ছোটবেলার হিনার মতো মার খেয়ে নানা প্রতিক্রিয়া দিচ্ছেন।
ভিডিওতে দেখা গেছে হিনা তার ভাইকে বেল্ট দিয়ে জোরে জোরে মারছেন। এবং তার ভাই সোফায় লাফ দিয়ে পড়ছেন। এরপর হিনা বলেন, ‘তোমার মুখে যদি আর সামান্য আওয়াজও শুনি, তা হলে তোমাকে মারব।’ সব বাচ্চাই নিশ্চয়ই তাদের মায়ের কাছে কখনও না কখনও এই সংলাপটি শুনেছেন।
হিনা খানের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় মানুষের মন ছুঁয়েছে। ‘প্রতিটি শিশুকে তার মা নিশ্চয়ই এ ভাবে কান্নাকাটির জন্য আরও বেশি করে মারধর করতেন?’ প্রশ্ন হিনার।
আরএ/এসএন