২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ২ কোটি ৬৫ লাখ টাকা টোল আদায়

গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৫ হাজার ২২৭টি যানবাহন পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৬৫ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।

শুক্রবার সকালে মহাসড়কের টাঙ্গাইল শহর বাইপাস ও কালিহাতীর এলেঙ্গা এলাকায় দেখা যায়, স্বাভাবিক সময়ের চেয়ে বেশি যানবাহন চলাচল করছে। তবে কোথাও যানজট নেই।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার আগের ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ২২৭টি যানবাহন সেতু পার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী যানবাহন ১৮ হাজার ২৩৯টি। মোট টোল আদায় হয়েছে দুই কোটি ৬৫ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ঈদ যাত্রায় যমুনা সেতুর দুই পাশের ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে।

এ ছাড়া দুইপাশেই মোটরসাইকলের জন্য আলাদা দুটি করে বুথ রয়েছে। এতে নির্বিঘ্নে মানুষ যাতায়াত করতে পারছে।

এফপি/টিএ 

Share this news on: