অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন রোহিত!

চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরে অনেকেই ভাবছিলেন ইংল্যান্ড সফরেও দলকে নেতৃত্ব দেবেন অধিনায়ক রোহিত শর্মা। তবে শেষ সময়ে এসে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। যে কারণে দলকে কে নেতৃত্ব দেবেন তা নিয়ে আলোচনা হচ্ছে ভারতীয় ক্রিকেটে। সফরের আগে দলের নেতা নির্বাচন করতে আগামী শনিবার বৈঠক করতে যাচ্ছে বিসিসিআই।

জানা গেছে বর্ডার-গাভাস্কার ট্রফির বাজে পারফরম্যান্সের কারণে দলের সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রোহিত। বর্ডার-গাভাস্কর ট্রফির একটি ম্যাচে রোহিত নিজেকেই বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। শেষ ১০ টেস্টে তার সংগ্রহ মাত্র ১৬৪ রান। স্বাভাবিকভাবেই ফের তার হাতে নেতৃত্ব দেওয়া হবে কিনা সেটা নিয়ে বোর্ডের ভেতরে ব্যাপক দ্বিমত ছিল। এখন গুঞ্জন শোনা যাচ্ছে, রোহিত নিজেই নাকি ইংল্যান্ড সিরিজ থেকে সরে দাঁড়াতে চাইছেন।

রোহিত না থাকলে ভারতকে নেতৃত্ব দেবেন কে? অজি সফরে রোহিতের অনুপস্থিতিতে ভারতের অধিনায়কত্ব সামলিয়েছেন জাসপ্রীত বুমরাহ। কিন্তু পিঠের চোটের কারণে আপাতত তিনি মাঠের বাইরে। আইপিএলেও এখনও পর্যন্ত খেলতে পারেননি। তাকেই কি ফের সাদা জার্সিতে অধিনায়কত্ব করতে দেখা যাবে? নাকি অন্য কাউকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে দ্রুত বৈঠকে বসতে চলেছে বিসিসিআই। জানা গেছে আগামী শনিবারে হতে যাচ্ছে সেই বৈঠকটি।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, আগামী শনিবার অর্থাৎ ২৯ মার্চ গুয়াহাটিতে বিসিসিআইয়ের বৈঠক হবে। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া, নির্বাচক প্রধান অজিত আগরকর এবং ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর হাজির থাকবেন ওই বৈঠকে। এছাড়াও বোর্ড কর্তাদের অনেকেই গোহাটির বৈঠকে থাকবেন। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে, ভারতীয় দলের পরবর্তী অধিনায়ক কে হবেন। তবে রোহিত নিজেকে সরিয়ে নিলেও ইংল্যান্ড সিরিজে বিরাট কোহলির খেলা কার্যত নিশ্চিত।

এফপি/টিএ  

Share this news on: