বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে গেল ২৩১ টন আলু

বাংলাদেশের চারদেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা আলু রপ্তানিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বন্দরটি দিয়ে নিয়মিত নেপালে আলু রপ্তানি করা হচ্ছে।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টাইন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন জানান, ওই দিন ১১টি ট্রাকে ২৩১ মেট্রিক টন আলু নেপালে পাঠানো হয়েছে। পরীক্ষার পর প্রয়োজনীয় ডকুমেন্টসহ ফাইটোসেনেটারি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। এ পর্যন্ত বন্দরটি দিয়ে মোট ২,০৭৯ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি হয়েছে।

তিনি আরও জানান, আজ বন্দরটি দিয়ে থিংকস টু সাপ্লাই, আমিন ট্রেডার্স, ফাস্ট ডেলিভারি ও সুফলা মাল্টি প্রোডাক্ট লিমিটেড নামে চারটি রপ্তানিকারক প্রতিষ্ঠান আলুগুলো রপ্তানি করেছে। এছাড়াও হুসেন এন্টারপ্রাইজ, ক্রসেস এগ্রো, লোয়েড বন্ড লজেস্টিক নামে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো নেপালে আলু রপ্তানি করছে। জাতগুলো হলো স্টারিজ এবং লেডিও রোজেটা।

বন্দরটি দিয়ে বাংলাদেশ থেকে ভারত ও নেপালে পাট, ওষুধ, প্রাণ ও ওয়ালটনের পণ্য, জুস, মোটরসাইকেল, ব্যাটারিসহ নানা ধরনের পণ্য রপ্তানি হচ্ছে। অপরদিকে মসুর ডাল, গম, ভুট্টা, চিরতা, হাজমলা, যন্ত্রপাতি, প্লাস্টিক দানা, রেললাইনের স্লিপার, খৈল, আদা ও চিটাগুড় আমদানি করা হয়।


এসএস/টিএ

Share this news on: