ট্রান্সফরমার চুরির অভিযোগে যুবদল-ছাত্রদলের ৪ নেতাকর্মী আটক

নাটোরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগে ছাত্রদল ও যুবদলের ৪ সদস্যকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। রবিবার দিবাগত রাত ১২টার দিকে সিংড়ার চলনবিল উত্তর দমদম এলাকা থেকে ট্রান্সফরমার চুরির সময় হাতেনাতে তাদের আটক করে জনতা।

আটকরা হলেন, বড় চৌগ্রাম এলাকার মৃত মোজাহার আলীর ছেলে এবং যুবদল কর্মী সোহাগ (৩৭), একই এলাকার কুদ্দুস মণ্ডলের ছেলে এবং ছাত্রদল কর্মী সালমান (২২), ছোট চৌগ্রাম এলাকার আনসার আলীর ছেলে এবং যুবদল কর্মী রায়হান, (৩৫) একই এলাকার হীরকের ছেলে এবং যুবদল কর্মী আলামিন (২৫)।

তাদের ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগে ছাত্র সমন্বয়ক উদয়, মিজান ও আদনানকে আটক করা হয়।বিএনপির আহ্বায়ক দাউদার মাহমুদ জানান, অপরাধী অপরাধীই। দলীয় পরিচয় ব্যবহার করে কেউ যদি এই ধরনের কর্মকাণ্ড করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সিংড়া উপজেলার চলনবিলের মধ্যে উত্তর দমদম এলাকায় একটি বৈদ্যুতিক সেচ পাম্পের কাছ থেকে ট্রান্সফরমার খুলছিল ওই চোর চক্রের সদস্যরা। স্থানীয়রা বুঝতে পেরে তাদের ধাওয়া দিয়ে ধরে ফেলে।

এ সময় তাদের কাছ থেকে ট্রান্সফরমার চুরির বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। পরে স্থানীয় জনতা গণধোলাই দেওয়ার সময় পুলিশ এসে ওই চোর চক্রের ৪ সদস্যকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। এ সময় তাদের ছাড়িয়ে নিতে ছাত্র সমন্বয়ক নামধারীরা পুলিশের ওপর হামলা চালায়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই ৪ চোরকে আটক করে থানা নিয়ে আসে।পরে তাদের চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, নাটোরের চলনবিলসহ বিভিন্ন এলাকায় গত কয়েক মাসে শতাধিক ট্রান্সফরমার ও দেড় শতাধিক সেচ পাম্প চুরির ঘটনা ঘটেছে।

এমআর


Share this news on:

সর্বশেষ

img
সড়কে নিরবিচ্ছিন্ন যান চলাচল নিশ্চিত করতে কাজ করছে সেনাবাহিনী Mar 30, 2025
img
ব্রাজিলের ‘সম্ভাব্য কোচ’ জেসুসকে নিয়ে যা বললেন নেইমার Mar 30, 2025
img
সালমান-ঐশ্বরিয়ার বিয়ে ভেঙে যাওয়ার কারন জানালেন আরবাজ Mar 30, 2025
img
নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে নির্যাতনের অভিযোগ Mar 30, 2025
img
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২ Mar 30, 2025
img
ভূমিকম্পের ৩০ ঘণ্টা পর অলৌকিকভাবে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার এক নারী Mar 30, 2025
img
চুরি-ছিনতাই অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে : র‍্যাব Mar 30, 2025
img
এখন আরেক দল শেখ হাসিনার মতো ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে : আমীর খসরু Mar 30, 2025
img
মায়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৬০০ ছাড়াল Mar 30, 2025
img
জেলেদের ফাঁদে আটকা পড়া কুমিরকে পিটিয়ে হত্যা Mar 30, 2025