রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে সফলভাবে স্থাপিত হলো টার্বাইন

পাবনায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে টার্বাইন স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত ধাপ সম্পন্ন হয়েছে। এই ধাপে টার্বাইন সেটটিকে বারিং গিয়ারের ওপর নির্ভুলভাবে বসানো হয়েছে। স্থাপন পরবর্তী পরীক্ষাকালে টার্বাইনের শ্যাফট ধীর গতিতে ঘোরানো হয়।মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে রসাটম প্রকৌশল শাখা এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্টার্টআপ এবং শাটডাউনের সময় টার্বাইন রোটরের যথাযথ এলাইনমেন্ট ও ভারসাম্য নিশ্চিত করে এই বারিং গিয়ার। যা নিরাপত্তা এবং দক্ষ কার্যক্রম পরিচালনার জন্য জরুরি। পরীক্ষাকালে বিশেষজ্ঞরা টার্বাইন সেটের সংযোজনের উচ্চমান এবং নিখুঁত এলাইনমেন্টের ব্যাপারে নিশ্চিত হন।

বাংলাদেশ প্রকল্পের ভাইস-প্রেসিডেন্ট আলেক্সি দেইরী জানান, রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের টার্বাইন স্থাপনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। যা স্টার্টআপের পূর্বে একটি অতি গুরুত্বপূর্ণ ধাপ। বারিং গিয়ারের ওপর টার্বাইন সেটের স্থাপন এবং কনট্রোল পরীক্ষার মাধ্যমে যন্ত্রপাতির সংযোজনের উচ্চমান এবং এগুলোর নির্ভরযোগ্যতা নিশ্চিত করা গেছে।
 
উল্লেখ্য, পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মিত হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটিতে প্রতিটি ১,২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দু’টি পাওয়ার ইউনিট থাকছে। ইউনিটগুলোতে স্থাপিত হয়েছে ৩+ প্রজন্মের ভিভিইআর রিয়্যাক্টর। যতশীঘ্র সম্ভব জ্বালানি লোডিং এবং তৎপরবর্তী স্টার্টআপের জন্য প্রথম ইউনিটের প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। রূপপুর প্রকল্পের জেনারেল ডিজাইনার এবং কনট্রাকটর হিসেবে দায়িত্ব পালন করছে রসাটম প্রকৌশল শাখা।

এমআর


Share this news on:

সর্বশেষ

img
তবে কি তাবিথের মেয়রের চেয়ারে বসা কেবলই সময়ের ব্যাপার Mar 29, 2025
img
সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের রেশন দেওয়ার সুপারিশ Mar 29, 2025
img
প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে গাউন পরতে সাহায্য করলেন শিক্ষার্থীরা Mar 29, 2025
img
২৪-এর গণ-অভ্যুত্থানে বিএনপির সবচেয়ে বেশি নেতাকর্মী নিহত হয়েছে: এ্যানি Mar 29, 2025
img
গণপরিষদ কেন দিতে হবে, দেশ কি বিচ্ছিন্ন হয়েছিল: রিজভী Mar 29, 2025
img
চীনের ‘কৃত্রিম সূর্যে’ নতুন মাইলফলক Mar 29, 2025
img
দুই মাধ্যমে বুবলী Mar 29, 2025
img
সংখ্যালঘু প্রসঙ্গে মার্কিন প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে যা বলা হয়েছে Mar 29, 2025
img
মায়ানমারে রাস্তা ফুঁড়ে জলের মতো বেরোচ্ছে তরল মাটি Mar 29, 2025
img
ছেলেরা আমাদের অনেক কিছুই ব্যবহার করে, সেজন্য লুঙ্গি ট্রাই করলাম Mar 29, 2025