সেনা সদস্যকে অপহরণ, উপজেলা বিএনপির সদস্যসচিবসহ আটক ৩

বরিশালে বালুমহাল ইজারার দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সেনা সদস্যকে অপহরণের পর আটকে রেখে নির্যাতনের অভিযোগে বিএনপি ও অঙ্গ সংগঠনের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
 
মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে বরিশাল কোতয়ালী মডেল থানায় মামলাটি দায়ের হয়। মামলাটি দায়ের করেছেন চাঁদপুরের মতলব থানার বাসিন্দা ও ওই সেনা সদস্যের চাচা আব্দুল মতিন কাজী।

গ্রেপ্তাররা হলেন- বরিশাল জেলার হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মো. মনির হোসেন (৪২)। বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি নূর হোসেন সুজন (৩৫) ও হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ইমরান খন্দকার (৩৫)।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার দুপুরে চাচা আ. মতিন কাজীর সঙ্গে বরিশালের জেলা প্রশাসকের কার্যালয়ে ওই সেনা সদস্য বালুমহল ইজারার টেন্ডার জমা দিতে গেলে তাকে অপহরণ করেন বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনায় সোমবার রাতে নগরীর রিচমার্ট আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অপহৃত সেনাসদস্যকে উদ্ধার করা হয়। তখন হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব, বরিশাল জেলা ছাত্রদলের সহ সভাপতিসহ তিনজনকে আটক করে পুলিশে তুলে দেয় সেনাবাহিনী। এ তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

পুলিশ জানায়, এ ঘটনায় দায়ের হওয়া মামলায় ১২ জনের নাম উল্লেখ ও ৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এছাড়াও তিনজনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, নগরীর লঞ্চঘাট এলাকায় বিআইডব্লিউটিসি ভবনে রিচমার্ট হোটেল থেকে আটক ৩ জনকে মঙ্গলবার থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। এ ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

এমআর


Share this news on:

সর্বশেষ

img
২৪-এর গণ-অভ্যুত্থানে বিএনপির সবচেয়ে বেশি নেতাকর্মী নিহত হয়েছে: এ্যানি Mar 29, 2025
img
গণপরিষদ কেন দিতে হবে, দেশ কি বিচ্ছিন্ন হয়েছিল: রিজভী Mar 29, 2025
img
চীনের ‘কৃত্রিম সূর্যে’ নতুন মাইলফলক Mar 29, 2025
img
দুই মাধ্যমে বুবলী Mar 29, 2025
img
সংখ্যালঘু প্রসঙ্গে মার্কিন প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে যা বলা হয়েছে Mar 29, 2025
img
মায়ানমারে রাস্তা ফুঁড়ে জলের মতো বেরোচ্ছে তরল মাটি Mar 29, 2025
img
ছেলেরা আমাদের অনেক কিছুই ব্যবহার করে, সেজন্য লুঙ্গি ট্রাই করলাম Mar 29, 2025
জেলা প্রশাসক বাংলোয় মিলল মাটিতে পুঁ'তে রাখা ব্যালট Mar 29, 2025
‘ইয়েল বিশ্ব ফেলো’ পেলেন ভাসমান স্কুলের উদ্ভাবক রেজোয়ান Mar 29, 2025
চীনকে অনুসরন করেই দারিদ্র্য বিমোচন করতে চায় বাংলাদেশ Mar 29, 2025