শিগগিরই আসছে পুষ্পা ৩: দ্যা র্যাম্পেজ, আর আল্লু অর্জুন আবার ফিরছেন আগুনে রূপে। ২০২৭ সালে শুরু হবে শুটিং। ‘জাট’ ট্রেলার লঞ্চ ইভেন্টে, এমনটাই ঘোষণা করেছেন পুষ্পা সিনেমার প্রোডিউসার নবীন ইয়ারনেনি।
নবীন ইয়ারনেনি বলেন, “বর্তমান প্রজেক্টগুলো শেষ হলেই আমরা আসছে পুষ্পা ৩: দ্যা র্যাম্পেজ শুরু করব। আরও দু’বছর পর শুরু হবে শুটিং।”
‘পুষ্পা টু’ সিনেমায় আল্লু অর্জুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। ‘পুষ্পা’ সিনেমায় এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করেছিলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। ন্যাড়া মাথার এই আইপিএস অফিসারের পারফরম্যান্স মুগ্ধ করে দর্শকদের। ‘পুষ্পা টু’ সিনেমায়ও একই চরিত্রে দেখা যায় ফাহাদ ফাসিলকে।
প্রসঙ্গত, ‘পুষ্পা ২’ মুক্তির জন্যই দর্শকদের দীর্ঘ অপেক্ষা করতে হয়েছিল। এবার পালা পুষ্পা ৩ ছবির। ইতিমধ্যেই শুরু হয়েছে ছবির চিত্রনাট্য লেখার কাজ। যদিও পরিচালক এখন এই ছবি থেকে কিছুটা বিরতি নিয়েছেন। কাটাচ্ছেন পরিবারের সঙ্গে সময়।