বলিউডের নতুন ব্লকবাস্টার জুটি রণবীর-কীর্তি?

ফের বলিউডে কাজ করতে চলেছেন অভিনেত্রী কীর্তি সুরেশ। রণবীর কাপু্রের সঙ্গে কীর্তি সুরেশ ও  শীঘ্রই একসঙ্গে একটি আসন্ন রোমান্টিক কমেডি বা বড় ক্যানভাসের সিনেমায় কাজ করতে পারেন। যদিও অফিশিয়াল ঘোষণা এখনও হয়নি, কিন্তু দর্শকদের জল্পনা তুঙ্গে।

প্রসঙ্গত অ্যাটলির ‘বেবি জন’ ছবির হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। ছবিতে বরুণ ধাওয়ান, ওয়ামিকা গাব্বির মতো তারকাদের সঙ্গে কাজ করেছিলেন কীর্তি।

ফের আরও একটি হিন্দি ছবিতে কাজ করার জল্পনা ছড়িয়েছিল বলি পাড়ায়। সেই ছবিতেই রণবীর মুখ্য চরিত্রে থাকবেন বলে খবর। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত কিছু জানাননি নির্মাতারা। শোনা যাচ্ছে, বর্তমানে ছবির চিত্রনাট্যের কাজ চলছে। রণবীর ও কীর্তি ছাড়াও আরও এক নায়িকা ছবিতে থাকবেন বলে খবর। তিনি কে, তা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

এসএম/টিএ

Share this news on: