প্রয়োজন পড়লে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাই এক হয়ে যাব: মির্জা আব্বাস

বাংলাদেশ জাতীয়তাবাদী দলবিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘যদি কখনও এমন সময় আসে জাতীয় বৃহত্তর ঐক্যের প্রয়োজন পড়বে, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের প্রয়োজন পড়বে, তখন কিন্তু আমরা সবাই এক হয়ে যাব, এখানে কোনো ভুল নাই, অনৈক্যের কিছু নাই। স্বার্থের সংঘাত আছে, প্রত্যেকটা দলের নিজস্ব আদর্শিক জায়গা আছে, যার যার একটা মতাদর্শ আছে। যার যার মতাদর্শ থেকে কথা বলে। এটাকে আমি অনৈক্য বলব না।’

আজ বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘এখন দলীয় আদর্শিক স্বার্থে হয়তো আলাদা কথা বলছি, হতে পারে... কিন্তু যখন প্রয়োজন পড়বে, তখন বাংলাদেশের জনগণ এক হয়ে যাবে’।

কোনো চ্যালেঞ্জ আছে কিনা জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, ‘বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দলই প্রতিপক্ষ। নির্বাচন হবে না এমনটা বিশ্বাস করতে চাই না। প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরে নির্বাচন হবে। আমরা সেখানেই বিশ্বাস রাখতে চাই।’

এর আগে মির্জা আব্বাস বলেন, ‘সর্বপ্রথম স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, অতঃপর দেশে থেকে যুদ্ধ করে উনি দেশকে স্বাধীন করেছেন। স্বাধীনতার ৫৪ বছর পরও আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ মাঝে আমরা হারিয়ে ফেলেছিলাম। ৫ তারিখের (৫ আগস্ট, ২০২৪) পরে আবার নতুন করে পেয়েছি। আমি স্বাধীনতার ৭১-এর বীর শহীদ যারা নিজেদের প্রাণের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জন করে দিয়েছিলেন, রক্তের বিনিময়ে যারা স্বাধীনতা এনে দিয়েছেন, তাদের স্মরণ করছি।’

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি, বিএনপি নেতা আমানুল্লাহ আমানসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএম/টিএ

Share this news on: