চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে এবার ৪-১ গোলে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা। এ যেন ব্রাজিলের জালে আর্জেন্টাইনদের গোল উৎসব। তবে এত বড় জয়কে শুধু নিজেদের নয়, বরং বাংলাদেশের সাথে ভাগ করে নিতে চায় দেশটি। গোল করার পর তাই রাফিনিয়াকে চোখ রাঙিয়ে ফার্নান্দেজ বললেন, এই জয় বাংলাদেশের জন্যও।
আর্জেন্টিনার এই জয়ে বড় অবদান ছিল ফের্নান্দেসের। দলের দ্বিতীয় গোলটি করেন চেলসির এই মিডফিল্ডার। ম্যাচের পর তাই সামাজিক মাধ্যমে ফের্নান্দেসের প্রথম বার্তাটি ছিল রাফিনিয়ার জন্য। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া ম্যাচের আগে বলেছিলেন, ‘আর্জেন্টিনাকে আমরা হারাব অবশ্যই! পর্যদুস্ত করব ওদের। মাঠের ভেতরে এবং প্রয়োজন পড়লে মাঠের বাইরে। আমি গোল করব… নিজের সবকিছু নিয়েই নামছি আমি”
রাফিনিয়ার এমন মন্তব্যে তাই ম্যাচের আগের পরিস্থিতি ছিল কিছুটা উত্তপ্ত। সংবাদ সম্মেলনে সেই আঁচও লেগেছিল। শেষ পর্যন্ত রাফিনিয়ারা মাঠে তেমন কিছুই করতে পারেননি। বরং আর্জেন্টিনার একতরফা ও দাপুটে ফুটবলের প্রদর্শনীর সামনে তারা ছিলেন অসহায়। ম্যাচের পর হাস্যোজ্জ্বল উদযাপনের ছবি পোস্ট করে রাফিনিয়াকে বিনয়ী থাকার আহ্বান জানান। একটু পরই আরেকটি পোস্টে তিনি কৃতজ্ঞতা জানান বাংলাদেশের প্রতি।
বাংলাদেশকে উদ্দেশ্য করে এন্সো ফের্নান্দেস লেখেন, “অবিশ্বাস্য সমর্থন ও বার্তাগুলোর জন্য ধন্যবাদ বাংলাদেশ, এই জয় আপনাদেরও।” সেখানে পাশাপাশি ছিল আর্জেন্টিনা ও বাংলাদেশর পতাকা।
ইদানিং আর্জেন্টাইন ফুটবলারদের প্রায় সবার প্রতিটি পোস্টেই দেখা যায় বাংলাদেশের মানুষের প্রবল সম্পৃক্ততা। গত জুলাই-অগাস্টের আন্দোলনের সময় বাংলাদেশের মানুষের প্রতি সংহতি জানিয়ে দুই দফায় পোস্ট করেছিলেন এই মিডফিল্ডার। গত বিশ্বকাপের সময়কার উন্মাদনা থেকেই এটা ভালোভাবে জানতে পেরেছেন আর্জেন্টিনার ফুটবলাররা। তারই সূত্র ধরে বাংলাদেশকে কৃতজ্ঞতা জানিয়েছেন এন্সো ফের্নান্দেস।
এসএম/টিএ