এনসিপি থেকে হাসনাত-সারজিস বহিষ্কার দাবি করা বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের ফেসবুক পোস্টের পর সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি চিঠির ছবি ছড়িয়ে পড়ে, যেখানে তাদেরকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করার দাবি করা হয়। এই চিঠিতে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টতা, সেনাবাহিনীর সাথে বিরোধ, সিনিয়রদের প্রতি অসৌজন্যতা, ছাত্রলীগের অতীত আচরণসহ নানা অভিযোগ তুলে তাদের সদস্য পদ স্থগিত এবং বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাতীয় নাগরিক পার্টি এই দাবি অস্বীকার করেছে এবং জানিয়েছে, চিঠিটি ভুয়া। দলের ফেসবুক পেজে এমন কোনো প্রেস বিজ্ঞপ্তি বা তথ্য পোস্ট করা হয়নি। এছাড়া চিঠিটির ফন্টে এনসিপির প্রচলিত প্রেস বিজ্ঞপ্তির থেকে পার্থক্য দেখা যায়, যা চিঠির ভুয়া হওয়ার ইঙ্গিত দেয়।

পরে, সংবাদমাধ্যম ‘The Daily Campus’-এর মাধ্যমে দলটির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত চিঠিটির ভুয়া হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আমি এই ধরনের চিঠি ইস্যু করিনি। এই চিঠিটি ভুয়া।” ফলে, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে বহিষ্কার করার দাবিতে প্রকাশিত চিঠিটি বানোয়াট বলে নিশ্চিত করা হয়েছে।

এসএস/এসএন

Share this news on: