শেখ মুজিব চায়নি পাকিস্তান ভেঙে বাংলাদেশ হোক : জামায়াত সেক্রেটারি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শেখ মুজিবুর রহমান কখনোই পাকিস্তান ভেঙে বাংলাদেশ প্রতিষ্ঠা চাননি। তিনি দাবি করেন, শেখ মুজিব দেশের স্বাধীনতা অর্জনের জন্য নয়, বরং ক্ষমতার মসনদে বসার জন্য লড়াই করেছেন।

বুধবার (২৬ মার্চ) ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী আয়োজিত ‘মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, “৭ মার্চ যদি শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়ে থাকেন, তবে ৭ থেকে ২৩ মার্চ তিনি পাকিস্তানের সঙ্গে আলোচনা করতে কেন গিয়েছিলেন? এর পেছনে গোপন উদ্দেশ্য ছিল, তিনি পাকিস্তানের ক্ষমতার মসনদে বসতে চেয়েছিলেন।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী বাংলাদেশের বাইরে আর কোনো ঠিকানা নেই। যারা ভারতে ও লন্ডনে দ্বিতীয় ঠিকানা তৈরি করেছেন, তারা যখন জামায়াতে ইসলামীকে স্বাধীনতা বিরোধী বলে, তখন সেটি অত্যন্ত হাস্যকর।”

মিয়া গোলাম পরওয়ার ভারতকে দেশটির ষড়যন্ত্রের অভিযোগও তুলে ধরেন। তিনি বলেন, "ভারত আমাদের স্বাধীনতার পর থেকেই দেশটির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তারা আমাদের সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য কাজ করছে, এবং মিথ্যা গুজব ছড়াচ্ছে।"

তিনি দেশবাসীকে আহ্বান জানিয়ে বলেন, “গুজবের প্রতি কান না দিয়ে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, যেন আমরা শত্রুর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি।”

বিএনপির বিরুদ্ধে কিছু মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার, বিশেষ করে জামায়াতে ইসলামীকে স্বাধীনতা বিরোধী বলার বিরুদ্ধে তিনি বলেন, “যারা জামায়াতকে স্বাধীনতা বিরোধী বলে, তাদের অনেকের পরিবারের সদস্যরাও স্বাধীনতা বিরোধী ছিল। যে দল একসময় স্বাধীনতা বিরোধীদেরকে এমপি ও মন্ত্রী বানিয়েছিল, তারাও এখন স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে কথা বলছে।”

তিনি আরও বলেন, “জামায়াতের বিরোধিতা করার আগে, তাদের অবদান স্মরণ করতে হবে। জামায়াতের সমর্থন ছাড়া সরকার গঠন সম্ভব হয়নি, রাজপথে আন্দোলন করা সম্ভব হয়নি।”

অবশেষে, মিয়া গোলাম পরওয়ার নির্বাচন প্রসঙ্গে বলেন, “জামায়াতে ইসলামী রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচার পরবর্তী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাইছে। যখন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেবে, তখন আমরা নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নেতা অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম এবং অন্যান্য নেতৃবৃন্দ।

এসএস/এসএন

Share this news on: