শহীদ মিনারের গেটে তালা, ভেঙে শ্রদ্ধা জানালেন বীর মুক্তিযোদ্ধারা

মহান স্বাধীনতা দিবসে সুনামগঞ্জে শহীদ মিনারের গেটের তালা ভেঙে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন সুনামগঞ্জের বীর মুক্তিযোদ্ধারা।


বুধবার (২৬ মার্চ) দুপুরে পৌর শহরের ডিএস রোডের পুরোনো শহীদ মিনারের গেটের তালা ভেঙে শহীদ মিনারে প্রবেশ করেন মুক্তিযোদ্ধারা। পরে তারা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

খোঁজ নিয়ে জানা যায়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সুনামগঞ্জের মুক্তিযোদ্ধারা পৌর শহরের ডিএস রোড এলাকায় পুরোনো কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যান। এসময় শহীদ মিনারটি তালাবদ্ধ দেখেন তারা। এতে ক্ষুব্ধ হয়ে একটি বড় পাথর দিয়ে শহীদ মিনারের সামনের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন মুক্তিযোদ্ধারা। পরে তারা শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান।

সুনামগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বলেন, ‘মহান স্বাধীনতা দিবসে শহীদ মিনারে তালা, এটা সত্যিই দুঃখজনক। আমরা মুক্তিযোদ্ধারা বাধ্য হয়েই তালা ভেঙে শহীদ মিনারে প্রবেশ করে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছি।’

জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূরুল মোমেন বলেন, শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে দেখি শহীদ মিনারের গেটে তালা দেওয়া। এটি বর্তমানে পৌর প্রশাসনের দায়িত্বে রয়েছে। মহান স্বাধীনতা দিবসে শহীদ মিনারে তালা দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছি।

জানতে চাইলে সুনামগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিম বলেন, স্বাধীনতা দিবসে স্মৃতিস্তম্ভে ফুল দেওয়া হবে, তাই পুরোনো শহীদ মিনার বন্ধ রাখা হয়। সবাইকে জানাতে হবে স্বাধীনতা ও বিজয় দিবসে শ্রদ্ধা জানানোর স্থান ‘স্মৃতিস্তম্ভ’।

গত ১৮ নভেম্বর সুনামগঞ্জের জেলা শিল্পকলা একাডেমির পাশে নবনির্মিত আরেকটি কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। এরপর থেকে ডিএস রোড এলাকার পুরোনো শহীদ মিনারটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তবে দেশ স্বাধীনের পর সুনামগঞ্জের প্রথম এই শহীদ মিনারটি নির্মাণ করেন জেলার মুক্তিযোদ্ধারা।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
‘ধর্ষণের শিকার’ হয়ে ঢামেকে শিশু ও কিশোরী Apr 01, 2025
img
ঈদের দ্বিতীয় দিনেও কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় Apr 01, 2025
img
বিএনপি নেতার বিরুদ্ধে জামায়াত নেতাকর্মীদের বাড়িতে হামলার অভিযোগ Apr 01, 2025
img
'আমার ছেলের জীবনের বিনিময়ে খালেদা জিয়া মুক্তি পেয়েছেন' Apr 01, 2025
img
দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস Apr 01, 2025
img
জুলাই কন্যাদের সম্মানজনক মার্কিন পুরস্কার, যা বলছে যুক্তরাষ্ট্র Apr 01, 2025
img
টঙ্গীর টেলিফোন শিল্প সংস্থাকে হাইটেক পার্কে রূপান্তরের উদ্যোগ Apr 01, 2025
img
ঈদের ছুটি কাটিয়ে চলাচল শুরু করল মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেন Apr 01, 2025
img
বাপ সবসময় বাপই থাকে: আফরান নিশো Apr 01, 2025
img
ইদে দিলদার আমির! প্রাক্তন-বর্তমান সবাইকে নিয়ে পারিবারিক উদযাপন Apr 01, 2025