একুশে পদকপ্রাপ্ত লোকসঙ্গীত শিল্পী সুষমা দাশ মারা গেছেন

সংগীতাঙ্গনে আবারও নক্ষত্র পতন। মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য লোকসঙ্গীত শিল্পী সুষমা দাশ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

বুধবার (২৬ মার্চ) বিকেলে সিলেটের হাওলাদার পাড়ার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছু দিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন এই গুণী কণ্ঠশিল্পী।

গত ১৩ মার্চ হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েন সুষমা দাশ। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বাড়িতেই ছিলেন শিল্পী। ক্যারিয়ারে বাউল সম্রাট শাহ আবদুল করিম, বাউল দুর্বিন শাহ, বাউল আলী হোসেন সরকার, বাউল কামাল পাশাসহ বাংলাদেশের প্রখ্যাত প্রবীণ শিল্পীদের সঙ্গে গান করেছেন সুষমা।

কাজের স্বীকৃতি হিসেবে ২০১৭ সালে একুশে পদক পান। এছাড়াও অসংখ্য পুরস্কারে ভূষিত হন লোকসঙ্গীতের এই সাধক। হঠাৎ তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংস্কৃতি অঙ্গনে।

সুষমা দাশ ১৯২৯ খ্রিস্টাব্দে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার শাল্লা থানার পুটকা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন প্রখ্যাত লোককবি রশিকলাল দাশ এবং মা লোককবি দিব্যময়ী দাশ।

ছয় ভাইবোনের মধ্যে সুষমা ছিলেন সবার বড়। পরিবারের সবাই সঙ্গীতের সঙ্গে যুক্ত। তার ছোট ভাই উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষণজন্মা মহাপুরুষ, একুশে পদকপ্রাপ্ত পণ্ডিত রামকানাই দাশ।

এসএন 

Share this news on: