সালমান খানের Sikandar–এর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছে ইমরান হাশমির পরবর্তী অ্যাকশন থ্রিলার ‘Ground Zero’–এর টিজার!
৩১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে টিজার, আর পরে ডিজিটাল রিলিজ হবে।
টিজার লঞ্চের স্ট্র্যাটেজি:
• Excel Entertainment জাতীয় মাল্টিপ্লেক্স চেইনের সঙ্গে চুক্তি করেছে Ground Zero টিজার স্ক্রিনিংয়ের জন্য
• সালমানের মতো মেগাস্টারের সঙ্গে টিজার রিলিজ মানেই ম্যাক্সিমাম ভিজিবিলিটি
• ডিজিটাল লঞ্চও নির্ধারিত – হাইপ ক্রমাগত বাড়ানো হবে
‘Ground Zero’ সম্পর্কে সবকিছু:
• অভিনয়ে: ইমরান হাশমি
• পরিচালনা: তেজস দেওসকর
• চরিত্র: বিএসএফ ডেপুটি কমান্ডান্ট
• ধরণ: দেশাত্মবোধক অ্যাকশন থ্রিলার
• মুক্তি: ২৫ এপ্রিল ২০২৫ (সলো রিলিজ)
• টোন: ইমোশন × ইন্টেন্স × দেশপ্রেম
ইমরান হাশমি: হারানো ম্যাজিক ফিরবে কি?
এক সময়ে বলিউডের "বোল্ড হিরো" ইমেজে রাজ করা ইমরান হাশমি আজ বক্স অফিসে অনেকটাই প্রাসঙ্গিকতা হারিয়েছেন।
কী কী ভুল হলো?
• একটানা “ব্যাড বয় লাভার” চরিত্রে নিজেকে আটকে রাখা
• দুর্বল স্ক্রিপ্ট নির্বাচন
• এক্সপেরিমেন্ট করেও কাঙ্খিত রেজাল্ট না পাওয়া
• শাহিদ/ভিকি’র মতো ইমেজ রিইনভেন্ট না করা
• নতুন প্রজন্মের স্টারদের আগমনে হারিয়ে যাওয়া
Ground Zero – রিডেম্পশন না আরও এক ভুল পদক্ষেপ?
দেশপ্রেম, অ্যাকশন, ইমোশন — গল্প আকর্ষণীয়
Excel-এর মতো বড় প্রোডাকশনের সমর্থন
রিলিজ ডেট, প্রচার, গান — সব দিক থেকেই প্রিপারেশন ভালো
ইমরান হাশমির ভক্তদের কাছে এটি হতে পারে ‘সিরিয়াস কামব্যাক’-এর শেষ সুযোগ।
এসএন