স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ফার্মাসিস্টরা।
গতকাল বুধবার (২৬ মার্চ) বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তারা এ কথা বলেন।
বক্তারা বলেন, বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের পক্ষ থেকে আমরা আজকের এই মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি। আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে, স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করে যাব। স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং জনসাধারণের জন্য নিরাপদ ও কার্যকর ওষুধ নিশ্চিত করা আমাদের দায়িত্ব।
তারা বলেন, অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধ, ওষুধের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করা এবং আধুনিক স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে হাসপাতাল ফার্মেসি ও ক্লিনিক্যাল ফার্মেসি চালুর মাধ্যমে গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের ভূমিকা আরও সুসংহত করা প্রয়োজন। আমরা বিশ্বাস করি, একটি সুস্থ জাতি গঠনের জন্য উন্নত স্বাস্থ্যসেবা অপরিহার্য। তাই, বাংলাদেশের স্বাস্থ্যখাতে ফার্মাসিস্টদের গুরুত্বকে আরও জোরালোভাবে প্রতিষ্ঠিত করতে এবং রোগীদের সর্বোচ্চ মানের সেবা দিতে আমরা বদ্ধপরিকর।
এ সময় বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের নেতারা হাসপাতাল ফার্মেসি ও ক্লিনিক্যাল ফার্মেসি চালুর লক্ষ্যে গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তারা বলেন, উন্নত বিশ্বের আদলে সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা চালু করে রোগীদের মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফোরামের সহ-সভাপতি ফার্মাসিস্ট মোহাম্মদ মেহেদী হাসান, দপ্তর সম্পাদক ফার্মাসিস্ট মোহাম্মদ এহসান আহমেদ জুয়েল, কার্যনির্বাহী সদস্য ফার্মাসিস্ট ওয়াসেল আলমসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
আরএ/টিএ